অাকাশ নিউজ ডেস্ক:
এবার সবাই চমকে দিয়ে ২০ লাখ ডলার দামের ফ্যান্টাসি ব্রা তৈরি করেছে ভিক্টোরিয়া’স সিক্ট্রেটস। যা বাংলা টাকায় প্রায় ১৫ কোটি ।
অবিশ্বাস্য হলেও সত্যি। হীরে, চুনি, পান্না মিলিয়ে প্রায় ১৬ হাজার দামি রত্ন আর ১৮ ক্যারট স্বর্ণ দিয়ে তৈরি হয়েছে । তৈরি করতে সময় লেগেছে মোট ১ হাজার ৩৮০ ঘণ্টা।
২০ লাখ ডলার দামের অন্তর্বাস কেনারও যেমন লোক রয়েছে। তেমনি রয়েছে চোরের ভয়। অমন দামি জিনিস চুরি করার লোকেরও তো অভাব নেই। তাই অন্তর্বাসগুলির নিরাপত্তার জন্য আবার অনেক টাকা দিয়ে নিরাপত্তারক্ষীর ব্যবস্থাও করল লজারি সংস্থা ভিক্টোরিয়া’স সিক্রেট।
আকাশ নিউজ ডেস্ক 

























