আকাশ আইসিটি ডেস্ক :
মেহেরপুরে ৪২তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (০৩ ডিসেম্বর) সকাল ১০টার দিকে জেলা সদর উপজেলা পরিষদ প্রাঙ্গণে এ মেলার করা হয়।
মেহেরপুর জেলা সদর উপজেলা পরিষদের উদ্যোগে এর আয়োজন করা হয়েছে।
মেহেরপুরের জেলা প্রশাসক (ডিসি) ড. মুহাম্মদ মুনসুর আলম খান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে ৪২তম বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন করেন।
জেলা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাসুদুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট ইয়ারুল ইসলাম, ভাইস চেয়ারম্যান মোমিনুল ইসলাম, লতিফুন্নেছা লতা।
সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আনোয়ার হোসেনের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন- পিরোজপুর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুস সামাদ বাবলু বিশ্বাস।
দিনব্যাপী ৪২তম বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহে ১৩টি বিদ্যালয় অংশ নিচ্ছে। পরে অতিথিরা বিজ্ঞান ও প্রযুক্তি মেলার স্টোল পরিদর্শন করেন।
আকাশ নিউজ ডেস্ক 

























