আকাশ স্পোর্টস ডেস্ক:
বাংলাদেশ ক্রিকেট বোর্ড এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়েছিল, বঙ্গবন্ধু কাপের শুক্রবারের ম্যাচের সময় এগিয়ে আনা হয়েছে। শুধুমাত্র একদিনের জন্য ম্যাচের সময় পরিবর্তনের কারণ অবশ্য উল্লেখ করেনি বিসিবি। তবে জানা গেছে, সেদিন রাতে কাতারের বিপক্ষে বাংলাদেশ ফুটবল দলের খেলা থাকায় এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে বিসিবি। টুর্নামেন্টের বাকি ম্যাচগুলোর সূচি পূর্বনির্ধারিত সময় অনুযায়ী অনুষ্ঠিত হবে। সময়ের পরিবর্তন শুধু ৪ ডিসেম্বরের ম্যাচের জন্যই, জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে।
বিসিবি সময় পরিবর্তনের নির্দিষ্ট কারণ ব্যাখা না করলেও, জানা গেছে- একই দিন বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে কাতারের বিপক্ষে মাঠে নামবে জামাল ভূঁইয়ারা। কাতারের রাজধানী দোহায় ম্যাচটি অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় রাত ১০টায়। এই ম্যাচের সম্প্রচার সত্ত্ব পেয়েছে টি-স্পোর্টস।
বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের ম্যাচগুলো সরাসরি টেলিভিশন পর্দায় দেখাচ্ছে বাংলাদেশের এই স্পোর্টস চ্যানেলটি। এজন্য একই সময়ে দুই ম্যাচের সূচির ঝামেলা এড়াতে বিসিবির কাছে আবেদন জানায় তারা, যাতে ৪ ডিসেম্বরের ম্যাচের সময় পরিবর্তন করা হয়। সেই অনুরোধে শুক্রবারের সূচিতে পরিবর্তন এনেছে বিসিবি।
আকাশ নিউজ ডেস্ক 

























