ঢাকা ১১:৫০ পূর্বাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
টাকা খেয়ে ভোট দিলে নেতা এসে রাস্তা খেয়ে ফেলবে: আখতার হোসেন সুষ্ঠু নির্বাচনে জার্মানির সহায়তা চাইলেন জামায়াত আমির জাতীয় পতাকা হাতে প্যারাস্যুট জাম্প, গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে বাংলাদেশ বরেণ্য লোকসংগীতশিল্পী ও মুক্তিযুদ্ধের কণ্ঠযোদ্ধা মলয় কুমার মারা গেছেন ভবিষ্যৎ অর্থনীতির শক্ত ভিত্তি গড়ার দায়িত্ব সরকারের : আশিক মাহমুদ গণভোটে ‘হ্যাঁ’র পক্ষে বিএনপি : নজরুল ইসলাম খান অবিলম্বে মার্কিন নাগরিকদের ইরান ত্যাগের নির্দেশ প্রতারণা করে অর্থ আদায়, ৫১ হাজার সিমসহ ৫ চীনা নাগরিক গ্রেপ্তার সংসদে আর নৃত্যগীত হবে না, মানুষের উন্নয়নের কথা বলা হবে: সালাহউদ্দিন আলোচনার মাধ্যমে সমাধান খুঁজতে বাংলাদেশকে অনুরোধ আইসিসির, অনড় বিসিবি

শুধু উচ্চ শিক্ষিত নয়, উচ্চ মানসিকতারও হন: পরীমনি

অাকাশ বিনোদন ডেস্ক:

৯ সেপ্টেম্বর এক ফেসবুক স্ট্যাটাসে তিনি কাউকে উদ্দেশ না করে লেখেন, ‘আর কত ক্ষতি করার চেষ্টা করবি? কিছু মানুষকে দিয়ে আমার বিরুদ্ধে আর কত ছোটলোকি করাবি? আর কত ধোঁকা দিবি মানুষকে? তোর মুখের ভাষা, কথাবার্তা, আচার-আচরণ, হাসি দেখলেই মানুষ বোঝে তুই কোন ক্যাটাগরির। ছোটলোক কোথাকার। তোর নাম উচ্চারণ করার রুচিও নেই। ‘

এই স্ট্যাটাস অপু বিশ্বাসের উদ্দেশে, এমনটা মনে করে অনেকেই বুবলীর সমালোচনা করেন। তবে বুবলী পরে আরো একটি স্ট্যাটাস। এবারের স্ট্যাটাস ছিল যারা প্রতিক্রিয়া দেখিয়েছিলেন তাদের জন্য।

তবে এই প্রসঙ্গ স্থিমিত করার কথা জানিয়ে স্ট্যাটাস দেন পরীমনি। পরী নিজের ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন,’ হায় রে, কাকে দেখে শিখবো আমরা! কি ই বা শিখবো আর। বড়রা কি শিখাচ্ছেন এসব আমাদের! যাদের কাছে ফেসবুক এখন ঝগড়া করার উঠন। বাহ! কই কাজ করি আর কাদের সাথে কাজ করি! প্রফেশনাল খাতিরে পদবীটা একই “হিরোইন” ? Plz stop bringing your personal problems to the public? কারণ, লোকে স্বজাতি ভাবে আমাদের। ‘

পরীমনি বলেন, ‘এখানে কেউ ভালো করলে তার ভালোর ক্রেডিটের ভাগটাও যেমন সবাই পাই, তেমনি কারো মন্দ কাজের দ্বায়ভারও লোকে কাঁধে তুলে দেয় আমাদের।

আর কবে বুঝবেন সেটা আপনারা? আপনারা উচ্চ শিক্ষিত ভালো কথা। একটু উচ্চ মানসিকতারও হন এবার। কোটি হৃদয়ের ভালোবাসা আর সম্মানের জায়গায় বসবাস আপনাদের এসব বড্ড বেমানান। ‘

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শুধু উচ্চ শিক্ষিত নয়, উচ্চ মানসিকতারও হন: পরীমনি

আপডেট সময় ০৬:১৯:৩৬ অপরাহ্ন, সোমবার, ১১ সেপ্টেম্বর ২০১৭

অাকাশ বিনোদন ডেস্ক:

৯ সেপ্টেম্বর এক ফেসবুক স্ট্যাটাসে তিনি কাউকে উদ্দেশ না করে লেখেন, ‘আর কত ক্ষতি করার চেষ্টা করবি? কিছু মানুষকে দিয়ে আমার বিরুদ্ধে আর কত ছোটলোকি করাবি? আর কত ধোঁকা দিবি মানুষকে? তোর মুখের ভাষা, কথাবার্তা, আচার-আচরণ, হাসি দেখলেই মানুষ বোঝে তুই কোন ক্যাটাগরির। ছোটলোক কোথাকার। তোর নাম উচ্চারণ করার রুচিও নেই। ‘

এই স্ট্যাটাস অপু বিশ্বাসের উদ্দেশে, এমনটা মনে করে অনেকেই বুবলীর সমালোচনা করেন। তবে বুবলী পরে আরো একটি স্ট্যাটাস। এবারের স্ট্যাটাস ছিল যারা প্রতিক্রিয়া দেখিয়েছিলেন তাদের জন্য।

তবে এই প্রসঙ্গ স্থিমিত করার কথা জানিয়ে স্ট্যাটাস দেন পরীমনি। পরী নিজের ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন,’ হায় রে, কাকে দেখে শিখবো আমরা! কি ই বা শিখবো আর। বড়রা কি শিখাচ্ছেন এসব আমাদের! যাদের কাছে ফেসবুক এখন ঝগড়া করার উঠন। বাহ! কই কাজ করি আর কাদের সাথে কাজ করি! প্রফেশনাল খাতিরে পদবীটা একই “হিরোইন” ? Plz stop bringing your personal problems to the public? কারণ, লোকে স্বজাতি ভাবে আমাদের। ‘

পরীমনি বলেন, ‘এখানে কেউ ভালো করলে তার ভালোর ক্রেডিটের ভাগটাও যেমন সবাই পাই, তেমনি কারো মন্দ কাজের দ্বায়ভারও লোকে কাঁধে তুলে দেয় আমাদের।

আর কবে বুঝবেন সেটা আপনারা? আপনারা উচ্চ শিক্ষিত ভালো কথা। একটু উচ্চ মানসিকতারও হন এবার। কোটি হৃদয়ের ভালোবাসা আর সম্মানের জায়গায় বসবাস আপনাদের এসব বড্ড বেমানান। ‘