অাকাশ জাতীয় ডেস্ক:
রাজশাহী মহানগরীতে কয়েকজন হিজড়াকে গণপিটুনি দেয়া হয়েছে। বিয়ে বাড়িতে গিয়ে চাঁদা দাবি এবং অশালীন আচরণ করায় ক্ষিপ্ত এলাকাবাসী তাদের পিটুনি দেয়। শনিবার সকাল ১০টার দিকে নগরীর দড়িখরবোনা এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, দড়িখরবোনা এলাকায় একটি বাড়িতে বিয়ের আয়োজন চলছিল। শনিবার সকালে ৫ থেকে ৬ জনের একটি হিজড়ার দল সেখানে যায় ও ১০ হাজার টাকা চাঁদা দাবি করেন। কিন্তু ওই বাড়ির মালিক এতো টাকা দিতে অস্বীকৃতি জানান। দীর্ঘ বাক-বিতন্ডার পরে বাড়ির মালিক তাদের খুশি করতে এক হাজার টাকা দিতে চাইলেও হিজড়ারা রাজি হন নি। তারা ওই ১০ হাজার টাকাই দাবি করেন। বাড়ির মালিক আবার দিতে অস্বীকৃতি জানালে হিজড়ারা অশালীন আচরণ শুরু করে। হিজড়াদের অকথ্য ভাষার কারণে আশেপাশের বাড়ির লোকজনও ক্ষিপ্ত হয়ে উঠে।
এরই এক পর্যায়ে বিয়ে বাড়ির সদস্যরা ক্ষিপ্ত হয়ে হিজড়াদের ধাওয়া দেয়। এসময় আশেপাশের লোকজন ছুটে গিয়ে হিজড়াদের গণপিটুনি দেয়। এলাকাবাসীর হাতে মার খেয়ে হিজড়ারা দৌঁড়ে পালিয়ে যায়।
আকাশ নিউজ ডেস্ক 
























