অাকাশ জাতীয় ডেস্ক:
ময়মনসিংহের গফরগাঁওয়ে শুক্রবার সকালে ফয়জুর রহমান শিবলী নামে প্রবাসী এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শিবলী উপজেলার মাইজহাটি গ্রামের মৃত মহসীন মাস্টারের ছেলে।
পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা গেছে, দীর্ঘদিন সৌদি আরবে প্রবাস জীবন কাটিয়ে সম্প্রতি শিবলী বাড়িতে আসেন। বাড়িতে আসার পর থেকে স্ত্রীর সাথে শিবলীর ঝগড়া বিবাদ লেগেই থাকতো। গত কয়েক দিন আগে তার স্ত্রী গফরগাঁও পৌর এলাকার রাঘাইচটি গ্রামে বাবার বাড়িতে চলে আসেন। এ অবস্থায় শুক্রবার ভোররাতে শিবলী তার ঘরের বারান্দায় গলায় রশি দিয়ে আত্মহত্যা করেন। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
গফরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা একে এম মাহবুবুল আলম জানান, মরদেহের ময়নাতদন্তের জন্য লাশ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।
আকাশ নিউজ ডেস্ক 
























