ঢাকা ০১:১৪ অপরাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাঞ্ছারামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার মৃত্যু নির্বাচনে ভুয়া তথ্য মোকাবিলায় জাতিসংঘের সহায়তা চাইলেন মুহাম্মদ ইউনূস থাইল্যান্ডে চলন্ত ট্রেনের ওপর ভেঙে পড়ল ক্রেন, নিহত ২২ জাস্টিস ফর হাদি, ইনশাআল্লাহ : মির্জা ফখরুল আলমগীর টাকা খেয়ে ভোট দিলে নেতা এসে রাস্তা খেয়ে ফেলবে: আখতার হোসেন সুষ্ঠু নির্বাচনে জার্মানির সহায়তা চাইলেন জামায়াত আমির জাতীয় পতাকা হাতে প্যারাস্যুট জাম্প, গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে বাংলাদেশ বরেণ্য লোকসংগীতশিল্পী ও মুক্তিযুদ্ধের কণ্ঠযোদ্ধা মলয় কুমার মারা গেছেন ভবিষ্যৎ অর্থনীতির শক্ত ভিত্তি গড়ার দায়িত্ব সরকারের : আশিক মাহমুদ গণভোটে ‘হ্যাঁ’র পক্ষে বিএনপি : নজরুল ইসলাম খান

মাগুরায় অসহায় তরুণীর বিয়ের আয়োজন করলেন এমপি শিখর

আকাশ জাতীয় ডেস্ক: 

মাগুরা শহরের পারনান্দুয়ালি এলাকায় পিতৃহীন অসহায় পরিবারের মেয়ে আন্না খাতুনের (২২) জাঁকজমকপূর্ণ বিয়ের আয়োজন করেছেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর।

শুক্রবার (২ অক্টোবর) রাতে ঝিনাইদহ সদরের পোড়াহাটি এলাকার মিলন মিয়ার সঙ্গে বিয়ে হয় আন্নার।

জানা গেছে, জেলা সদরের লস্করপুরের জুঁইহাটি এলাকার মৃত রিপন শেখের মেয়ে আন্নার সঙ্গে ঝিনাইদহের পোড়াহাটি এলাকার হারেজ মিয়ার ছেলে মিলন মিয়ার বিয়ে ঠিক হয়। টাকার অভাবে মেয়ের বিয়ের আয়োজন করতে পারছিলেন না দরিদ্র অসহায় পরিবারটি।

খবর পেয়ে মাগুরা-১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর জেলা যুবলীগের আহ্বায়ক ফজলুর রহমানের নেতৃত্বে পরিচালিত মানবিক সংগঠন হটলাইন টিমের সদস্যদের সহযোগিতায় বিয়ের আয়োজন করেন।

বিয়ের দিন সময় নির্ধারণ, কেনাকাটা বরযাত্রী আপ্যায়ন থেকে শুরু করে স্বামীর বাড়িতে পৌঁছানো পর্যন্ত সব কাজ ও ব্যয় বহন করেন তারা।

শুক্রবার রাতে অনুষ্ঠান করে সবাই মিলে বর-কনেকে বিদায় জানান। এসময় নবদম্পতিকে বঙ্গবন্ধুর লেখা ‘অসমাপ্ত আত্মজীবনী’ বইটি উপহার হিসেবে দেওয়া হয়।

কনের মা সবুরা খাতুন বলেন, টাকার অভাবে বিবাহযোগ্য মেয়েকে বিয়ে দিতে না পারায় দিশেহারা হয়ে পড়েছিলাম। এমপি সাহেবের সহযোগিতায় মেয়েটির বিয়ে দিতে পারলাম। এতে অনেক খুশী আমি।

মাগুরা জেলা আওয়ামী যুবলীগ আহ্বায়ক মো. ফজলুর রহমান জানান, করোনা ভাইরাস মহামারিতে মানবিক সহায়তা দেওয়ার জন্য জেলা যুবলীগ তাদের কর্মীদের নিয়ে হটলাইন টিম গঠন করে। এ বিয়ে তাদের একটি মানবিক উদ্যোগ।

মাগুরা-১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর জানান, অসহায় পরিবারের মেয়েটির পাশে দাঁড়াতে পেরে ভালো লাগছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মাগুরায় অসহায় তরুণীর বিয়ের আয়োজন করলেন এমপি শিখর

আপডেট সময় ০৪:০৯:৩৬ অপরাহ্ন, শনিবার, ৩ অক্টোবর ২০২০

আকাশ জাতীয় ডেস্ক: 

মাগুরা শহরের পারনান্দুয়ালি এলাকায় পিতৃহীন অসহায় পরিবারের মেয়ে আন্না খাতুনের (২২) জাঁকজমকপূর্ণ বিয়ের আয়োজন করেছেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর।

শুক্রবার (২ অক্টোবর) রাতে ঝিনাইদহ সদরের পোড়াহাটি এলাকার মিলন মিয়ার সঙ্গে বিয়ে হয় আন্নার।

জানা গেছে, জেলা সদরের লস্করপুরের জুঁইহাটি এলাকার মৃত রিপন শেখের মেয়ে আন্নার সঙ্গে ঝিনাইদহের পোড়াহাটি এলাকার হারেজ মিয়ার ছেলে মিলন মিয়ার বিয়ে ঠিক হয়। টাকার অভাবে মেয়ের বিয়ের আয়োজন করতে পারছিলেন না দরিদ্র অসহায় পরিবারটি।

খবর পেয়ে মাগুরা-১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর জেলা যুবলীগের আহ্বায়ক ফজলুর রহমানের নেতৃত্বে পরিচালিত মানবিক সংগঠন হটলাইন টিমের সদস্যদের সহযোগিতায় বিয়ের আয়োজন করেন।

বিয়ের দিন সময় নির্ধারণ, কেনাকাটা বরযাত্রী আপ্যায়ন থেকে শুরু করে স্বামীর বাড়িতে পৌঁছানো পর্যন্ত সব কাজ ও ব্যয় বহন করেন তারা।

শুক্রবার রাতে অনুষ্ঠান করে সবাই মিলে বর-কনেকে বিদায় জানান। এসময় নবদম্পতিকে বঙ্গবন্ধুর লেখা ‘অসমাপ্ত আত্মজীবনী’ বইটি উপহার হিসেবে দেওয়া হয়।

কনের মা সবুরা খাতুন বলেন, টাকার অভাবে বিবাহযোগ্য মেয়েকে বিয়ে দিতে না পারায় দিশেহারা হয়ে পড়েছিলাম। এমপি সাহেবের সহযোগিতায় মেয়েটির বিয়ে দিতে পারলাম। এতে অনেক খুশী আমি।

মাগুরা জেলা আওয়ামী যুবলীগ আহ্বায়ক মো. ফজলুর রহমান জানান, করোনা ভাইরাস মহামারিতে মানবিক সহায়তা দেওয়ার জন্য জেলা যুবলীগ তাদের কর্মীদের নিয়ে হটলাইন টিম গঠন করে। এ বিয়ে তাদের একটি মানবিক উদ্যোগ।

মাগুরা-১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর জানান, অসহায় পরিবারের মেয়েটির পাশে দাঁড়াতে পেরে ভালো লাগছে।