ঢাকা ১১:৩২ অপরাহ্ন, শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ৩ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হাদি হত্যার কেবল চার আসামি নয়, সম্পূর্ণ নেটওয়ার্কের বিচার চাই: ইনকিলাব মঞ্চ অচেতন অবস্থায় রংপুরে উদ্ধার গাইবান্ধা-৩ আসনের স্বতন্ত্র প্রার্থী কোনো বিশেষ ক্ষেত্রে ভোট দেওয়ার নির্দেশনা দেওয়া সরকারের উচিত নয়: আমির খসরু আওয়ামী লীগকে নির্বাচনে আনতে আন্তর্জাতিক মহলের কোনো চাপ নেই: শফিকুল আলম আমরা এখন আর আইসিইউতে নেই, কেবিনে উঠে এসেছি: অর্থ উপদেষ্টা ‘বন্দি থাকাকালে বেগম জিয়ার পক্ষে কথা বলার কেউই ছিলেন না’:আসিফ নজরুল নোয়াখালীকে হারিয়ে টেবিলের শীর্ষে চট্টগ্রাম রয়্যালস খালেদা জিয়ার স্মরণে নাগরিক শোকসভা জোট নয়, এককভাবেই নির্বাচনে লড়বে ইসলামী আন্দোলন ওসমান হাদির ভাইকে যুক্তরাজ্যে বাংলাদেশ মিশনে নিয়োগ

সংকট নিরসনে সংলাপ প্রয়োজন: মির্জা ফখরুল

অাকাশ জাতীয় ডেস্ক:

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিএনপি সংঘাতে যেতে চায় না। সংঘাত নয়, বর্তমান সংকট নিরসনে সরকারের সঙ্গে বিরোধী দলের সংলাপ প্রয়োজন। ক্ষমতাসীনরা যদি দেশপ্রেমিক হয়ে থাকেন, দেশের ভালো চান, কল্যাণ চান, গণতন্ত্রে বিশ্বাস করেন তাহলে তাদের কথা বলা-সংলাপ-আলোচনা করা খুব জরুরি। আলোচনার মাধ্যমেই সংকটের সমাধান হবে। কিন্তু দুঃখজনক, সেই পরিবেশ হচ্ছে না।

মঙ্গলবার বিকেলে উত্তরায় নিজ বাসভবনে ঈদ-পরবর্তী এক সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল ইসলাম আলমগীর এসব কথা বলেন।

তিনি বলেন, সরকারের কাছে আহ্বান জানাব, সংসদ ভেঙে দিয়ে সহায়ক সরকারের অধীনে নির্বাচন দিন। জানুয়ারির মধ্যে সংসদ ভেঙে দিতে হবে। সংসদ ভেঙে দেওয়ার বিকল্কপ্প নেই। নয়তো তিনশ’ জনের সংসদ নির্বাচনের সময় ৬শ’ জনের সংসদ সদস্য হয়ে যাবে। তা হবে হাস্যকর।

একাদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করতে প্রধানমন্ত্রীকে ক্ষমতা থেকে সরে যাওয়ার আহ্বান জানিয়ে বিএনপি মহাসচিব বলেন, প্রধানমন্ত্রী যতটা ক্ষমতাশালী তার পক্ষে নির্বাচনকালীন চুপ থাকা এবং কোনো কিছু নিয়ন্ত্রণ না করা অসম্ভব ব্যাপার। তাই বিএনপি মনে করে যদি নির্বাচন সুষ্ঠু করতে হয়, প্রধানমন্ত্রীকে সরে গিয়ে নিরপেক্ষ সরকার গঠন করতে হবে।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিএনপি মহাসচিব বলেন, যথাসময়ে জাতির কাছে সহায়ক সরকার বা তত্ত্বাবধায়ক সরকারের ধারণা উপস্থাপন করা হবে। আমরা চাই নির্বাচনকালীন একটি নিরপেক্ষ সরকার। যে সরকারের অধীনে দেশে একটি সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন সম্ভব।কারণ সরকারের মেশিনারি যদি নির্বাচন কমিশনকে সহযোগিতা না করে তাহলে নির্বাচন কমিশন নির্বাচন চালাতে পারবে না। দলীয় সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন হবে না।

দলের অসংখ্য নেতা-কর্মী ও সম্প্রতি কল্যাণ পার্টির মহাসচিব এম এম আমিনুর রহমানের ‘গুম’ ও ‘নিখোঁজ’ হওয়ার ঘটনা তুলে ধরে তিনি বলেন, নিখোঁজদের খুঁজে বের করে দেওয়া সরকারের দায়িত্ব। জঙ্গি নিমর্হৃলে সরকারের বিভিন্ন সময়ে ঘোষণার পরও কিছুদিন পরপর জঙ্গি আস্তানার সন্ধানে ‘জঙ্গি রাষ্ট্র’ বানানোর কোনো চক্রান্ত হচ্ছে কি-না তা নিয়ে প্রশ্ন তোলেন মির্জা ফখরুল। রোহিঙ্গা ইস্যুটি জাতিসংঘে তোলারও আহ্বান জানান তিনি।

আগামী সপ্তাহে ফিরছেন খালেদা জিয়া: লন্ডনে খালেদা জিয়া চিকিৎসা শেষ করে আগামী সপ্তাহে দেশে ফিরছেন বলে জানিয়েছেন মির্জা ফখরুল।তিনি বলেন, খালেদা জিয়ার শরীরে যে ব্যথাটা রয়েছে তাতে তিনি মাঝে মাঝে অত্যন্ত অসুস্থ হয়ে পড়েন। বর্তমানে তার চিকিৎসা চলছে। আশা করছি আগামী সপ্তাহের মধ্যে এই চিকিৎসা শেষ হবে। এরপর তিনি দেশে ফিরে আসবেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হাদি হত্যার কেবল চার আসামি নয়, সম্পূর্ণ নেটওয়ার্কের বিচার চাই: ইনকিলাব মঞ্চ

সংকট নিরসনে সংলাপ প্রয়োজন: মির্জা ফখরুল

আপডেট সময় ১২:৩০:২৮ পূর্বাহ্ন, বুধবার, ৬ সেপ্টেম্বর ২০১৭

অাকাশ জাতীয় ডেস্ক:

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিএনপি সংঘাতে যেতে চায় না। সংঘাত নয়, বর্তমান সংকট নিরসনে সরকারের সঙ্গে বিরোধী দলের সংলাপ প্রয়োজন। ক্ষমতাসীনরা যদি দেশপ্রেমিক হয়ে থাকেন, দেশের ভালো চান, কল্যাণ চান, গণতন্ত্রে বিশ্বাস করেন তাহলে তাদের কথা বলা-সংলাপ-আলোচনা করা খুব জরুরি। আলোচনার মাধ্যমেই সংকটের সমাধান হবে। কিন্তু দুঃখজনক, সেই পরিবেশ হচ্ছে না।

মঙ্গলবার বিকেলে উত্তরায় নিজ বাসভবনে ঈদ-পরবর্তী এক সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল ইসলাম আলমগীর এসব কথা বলেন।

তিনি বলেন, সরকারের কাছে আহ্বান জানাব, সংসদ ভেঙে দিয়ে সহায়ক সরকারের অধীনে নির্বাচন দিন। জানুয়ারির মধ্যে সংসদ ভেঙে দিতে হবে। সংসদ ভেঙে দেওয়ার বিকল্কপ্প নেই। নয়তো তিনশ’ জনের সংসদ নির্বাচনের সময় ৬শ’ জনের সংসদ সদস্য হয়ে যাবে। তা হবে হাস্যকর।

একাদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করতে প্রধানমন্ত্রীকে ক্ষমতা থেকে সরে যাওয়ার আহ্বান জানিয়ে বিএনপি মহাসচিব বলেন, প্রধানমন্ত্রী যতটা ক্ষমতাশালী তার পক্ষে নির্বাচনকালীন চুপ থাকা এবং কোনো কিছু নিয়ন্ত্রণ না করা অসম্ভব ব্যাপার। তাই বিএনপি মনে করে যদি নির্বাচন সুষ্ঠু করতে হয়, প্রধানমন্ত্রীকে সরে গিয়ে নিরপেক্ষ সরকার গঠন করতে হবে।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিএনপি মহাসচিব বলেন, যথাসময়ে জাতির কাছে সহায়ক সরকার বা তত্ত্বাবধায়ক সরকারের ধারণা উপস্থাপন করা হবে। আমরা চাই নির্বাচনকালীন একটি নিরপেক্ষ সরকার। যে সরকারের অধীনে দেশে একটি সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন সম্ভব।কারণ সরকারের মেশিনারি যদি নির্বাচন কমিশনকে সহযোগিতা না করে তাহলে নির্বাচন কমিশন নির্বাচন চালাতে পারবে না। দলীয় সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন হবে না।

দলের অসংখ্য নেতা-কর্মী ও সম্প্রতি কল্যাণ পার্টির মহাসচিব এম এম আমিনুর রহমানের ‘গুম’ ও ‘নিখোঁজ’ হওয়ার ঘটনা তুলে ধরে তিনি বলেন, নিখোঁজদের খুঁজে বের করে দেওয়া সরকারের দায়িত্ব। জঙ্গি নিমর্হৃলে সরকারের বিভিন্ন সময়ে ঘোষণার পরও কিছুদিন পরপর জঙ্গি আস্তানার সন্ধানে ‘জঙ্গি রাষ্ট্র’ বানানোর কোনো চক্রান্ত হচ্ছে কি-না তা নিয়ে প্রশ্ন তোলেন মির্জা ফখরুল। রোহিঙ্গা ইস্যুটি জাতিসংঘে তোলারও আহ্বান জানান তিনি।

আগামী সপ্তাহে ফিরছেন খালেদা জিয়া: লন্ডনে খালেদা জিয়া চিকিৎসা শেষ করে আগামী সপ্তাহে দেশে ফিরছেন বলে জানিয়েছেন মির্জা ফখরুল।তিনি বলেন, খালেদা জিয়ার শরীরে যে ব্যথাটা রয়েছে তাতে তিনি মাঝে মাঝে অত্যন্ত অসুস্থ হয়ে পড়েন। বর্তমানে তার চিকিৎসা চলছে। আশা করছি আগামী সপ্তাহের মধ্যে এই চিকিৎসা শেষ হবে। এরপর তিনি দেশে ফিরে আসবেন।