ঢাকা ০৭:২২ অপরাহ্ন, সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ৬ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিতে দেশবাসীর প্রতি আহ্বান প্রধান উপদেষ্টার ৬ মাত্রার ভয়াবহ ভূমিকম্পে কাঁপল পাকিস্তান, একজনের মৃত্যু ন্যায়বিচার প্রতিষ্ঠার জন্য জবাবদিহিমূলক রাষ্ট্র ব্যবস্থা গড়ে তুলতে হবে: জোনায়েদ সাকি অনিয়মের প্রমাণ থাকলে যেকোনো বিচার মেনে নিতে প্রস্তুত: আসিফ এক্সপ্রেসওয়েতে চলন্ত অ্যাম্বুলেন্সে আগুন, প্রাণে রক্ষা পেলেন রোগীসহ চারজন ক্ষমতা হস্তান্তর ও গণভোট নিয়ে বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর প্রচেষ্টা অভিযোগ প্রেস সচিবের ‘ক্ষমতায় গেলে গণঅভ্যুত্থানে হতাহতদের পরিবারকে পুনর্বাসন করবে বিএনপি’:রিজভী রাজনৈতিক দলের অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে : ইসি আনোয়ারুল বিসমিল্লাহ সারা জীবন থাকবে, সব সময়ই থাকবে: স্বাস্থ্য উপদেষ্টা ইসি যোগ্যতার সঙ্গেই নির্বাচন পরিচালনা করতে সক্ষম হবে: মির্জা ফখরুল

সমালোচনার জবাব দিলেন সানি লিওন

 

অাকাশ বিনোদন ডেস্ক:

এক মাস আগে সন্তান দত্তক নিয়েছেন বলিউড তারকা সানি লিওন ও তাঁর স্বামী ড্যানিয়েল বেবার। ২২ মাস বয়সী নিশাকে দত্তক নেওয়ার পর থেকেই সানিকে নিয়ে শোনা যাচ্ছে নানা সমালোচনা। সেদিকে অবশ্য এই তারকার বিন্দুমাত্র ভ্রুক্ষেপ নেই। দীর্ঘ দুই বছর অপেক্ষার পর সানি-ড্যানিয়েল দম্পতির সন্তান দত্তক নেওয়ার আবেদন মঞ্জুর করেছেন আদালত। এটিই ছিল সানির জন্য বড় সুখবর। এখন তিনি মেয়ে নিশাকে নিয়েই হেসেখেলে সময় কাটিয়ে দিচ্ছেন। নিন্দুকদের কথা গায়ে মাথায় সময় কোথায় তাঁর? অবশ্য সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রলের শিকার এই তারকা বিষয়টি নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন।

দত্তক নেওয়ার পর থেকেই আপনাকে নিয়ে ট্রল করা হচ্ছে। এ ব্যাপারে আপনি কী বলবেন? হিন্দুস্তান টাইমসকে সানি লিওন বলেন, ‘সত্যি করেই বলছি, ইন্টারনেটে কে কী বলছে, তা আমি দেখিনি। আমার এখন সেসব দেখার সময়ও নেই। আমি আমার মেয়ে নিশাকে নিয়ে খুব ব্যস্ত সময় পার করছি।’
সানি-ড্যানিয়েলের সংসারে আসার পর নিশার নতুন নাম হয়েছে নিশা কৌর বেবার। মহারাষ্ট্রের লাতুর গ্রাম থেকে অনাথ এই শিশুকে দত্তক নেন তাঁরা। নতুন মা-বাবার সঙ্গে খুব দ্রুতই নাকি মানিয়ে নিয়েছে নিশা।
টুইটারে নিশার গায়ের রং, সানির মাতৃত্ব ও তাঁর পূর্বের পেশা জড়িয়ে অশোভন অনেক মন্তব্য অনলাইনে ভাইরাল হয়। কিন্তু সানি বললেন, ‘এসব নিয়ে আমি একেবারেই মাথা ঘামাই না। অনলাইনে কে কী বলছে, সেসব আমি জানি না। আমরা অনেক দিন ধরেই সন্তান নেওয়ার কথা ভাবছিলাম। কিন্তু ব্যস্ততাসহ আরও অনেক কারণে আমি হয়তো আমার গর্ভে সন্তান ধারণ করতে পারিনি। তখন আমি আর আমার স্বামী দুজন মিলেই সন্তান দত্তক নেওয়ার সিদ্ধান্ত নিই। এখন আমার ধ্যানজ্ঞান আমার পরিবারের নতুন এই সদস্যকে নিয়ে। নিশা আমাদের সঙ্গে খুব ভালো আছে। ওর ভালো থাকাই আমার কাছে গুরুত্বপূর্ণ বিষয়।’

৩৬ বছর বয়সী তারকা সানি লিওনকে ইদানীং দেখা যাচ্ছে সঞ্জয় দত্তের ছবি ‘ভূমি’র একটি আইটেম গানে।

হিন্দুস্তান টাইমস।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিতে দেশবাসীর প্রতি আহ্বান প্রধান উপদেষ্টার

সমালোচনার জবাব দিলেন সানি লিওন

আপডেট সময় ০৭:৪৮:২১ অপরাহ্ন, সোমবার, ৪ সেপ্টেম্বর ২০১৭

 

অাকাশ বিনোদন ডেস্ক:

এক মাস আগে সন্তান দত্তক নিয়েছেন বলিউড তারকা সানি লিওন ও তাঁর স্বামী ড্যানিয়েল বেবার। ২২ মাস বয়সী নিশাকে দত্তক নেওয়ার পর থেকেই সানিকে নিয়ে শোনা যাচ্ছে নানা সমালোচনা। সেদিকে অবশ্য এই তারকার বিন্দুমাত্র ভ্রুক্ষেপ নেই। দীর্ঘ দুই বছর অপেক্ষার পর সানি-ড্যানিয়েল দম্পতির সন্তান দত্তক নেওয়ার আবেদন মঞ্জুর করেছেন আদালত। এটিই ছিল সানির জন্য বড় সুখবর। এখন তিনি মেয়ে নিশাকে নিয়েই হেসেখেলে সময় কাটিয়ে দিচ্ছেন। নিন্দুকদের কথা গায়ে মাথায় সময় কোথায় তাঁর? অবশ্য সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রলের শিকার এই তারকা বিষয়টি নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন।

দত্তক নেওয়ার পর থেকেই আপনাকে নিয়ে ট্রল করা হচ্ছে। এ ব্যাপারে আপনি কী বলবেন? হিন্দুস্তান টাইমসকে সানি লিওন বলেন, ‘সত্যি করেই বলছি, ইন্টারনেটে কে কী বলছে, তা আমি দেখিনি। আমার এখন সেসব দেখার সময়ও নেই। আমি আমার মেয়ে নিশাকে নিয়ে খুব ব্যস্ত সময় পার করছি।’
সানি-ড্যানিয়েলের সংসারে আসার পর নিশার নতুন নাম হয়েছে নিশা কৌর বেবার। মহারাষ্ট্রের লাতুর গ্রাম থেকে অনাথ এই শিশুকে দত্তক নেন তাঁরা। নতুন মা-বাবার সঙ্গে খুব দ্রুতই নাকি মানিয়ে নিয়েছে নিশা।
টুইটারে নিশার গায়ের রং, সানির মাতৃত্ব ও তাঁর পূর্বের পেশা জড়িয়ে অশোভন অনেক মন্তব্য অনলাইনে ভাইরাল হয়। কিন্তু সানি বললেন, ‘এসব নিয়ে আমি একেবারেই মাথা ঘামাই না। অনলাইনে কে কী বলছে, সেসব আমি জানি না। আমরা অনেক দিন ধরেই সন্তান নেওয়ার কথা ভাবছিলাম। কিন্তু ব্যস্ততাসহ আরও অনেক কারণে আমি হয়তো আমার গর্ভে সন্তান ধারণ করতে পারিনি। তখন আমি আর আমার স্বামী দুজন মিলেই সন্তান দত্তক নেওয়ার সিদ্ধান্ত নিই। এখন আমার ধ্যানজ্ঞান আমার পরিবারের নতুন এই সদস্যকে নিয়ে। নিশা আমাদের সঙ্গে খুব ভালো আছে। ওর ভালো থাকাই আমার কাছে গুরুত্বপূর্ণ বিষয়।’

৩৬ বছর বয়সী তারকা সানি লিওনকে ইদানীং দেখা যাচ্ছে সঞ্জয় দত্তের ছবি ‘ভূমি’র একটি আইটেম গানে।

হিন্দুস্তান টাইমস।