অাকাশ জাতীয় ডেস্ক:
ফরিদপুরের মধুখালীতে আরমান (২২) নামে এক তরুন শনিবার সন্ধ্যায় নদীতে পড়ে নিখোঁজ হন। রবিবার সন্ধ্যায় তার মৃতদেহ উদ্ধার করা হয়েছে। আরমান ফরিদপুরের মধুখালী উপজেলার মেগচামী ইউনিয়নের মেগচামী গ্রামের মৃত. আবুল কালাম আজাদের ছেলে।
জানা গেছে, গতকাল সন্ধায় মেগচামী সরকারি প্রাথমিক বিদ্যালয় ঘাট সংলগ্ন চন্দনা নদীর সাঁকো পার হতে গেলে মাঝ সাঁকোয় এসে নদীর মধ্যে পড়ে নিখোঁজ হন আরমান।ঘটনার পর রাতেই এলাকাবাসী ও মধুখালী ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল নিখোঁজ তরুনকে উদ্ধার করতে চেষ্টা শুরু করে। গতকাল রবিবার বিকাল পর্যন্ত চেষ্টা করেও তারা মৃতদেহ উদ্ধার করতে পারেনি।
সন্ধ্যায় নদীর ভাটিতে আনন্দ নিকেতন স্কুলের কাছের ঘাটে লাশ ভেসে উঠলে এলাকাবাসী পরিবারকে খবর দেয়। পরিবারে লোকজন ঘাটে গিয়ে লাশ উদ্ধার করে। গতকাল রাত ১০টায় মেগচামী গ্রামে জানাযা শেষে মেগচামী কবরস্থানে লাশ দাফন করা হয়।
মেগচামী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল হাসান আলী খান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
আকাশ নিউজ ডেস্ক 
























