ঢাকা ০১:৩৪ পূর্বাহ্ন, বুধবার, ২১ জানুয়ারী ২০২৬, ৭ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাগেরহাটে প্রার্থিতা প্রত্যাহার করলেন মামুনুল হক ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন পোস্টাল ভোট সফল করতে পারলে বাংলাদেশের নাম ওয়ার্ল্ড হিস্ট্রিতে থাকবে: সিইসি ঢাকায় ফ্ল্যাট পাচ্ছে ওসমান হাদির পরিবার ইসির আচরণ ও কর্মকাণ্ড সন্দেহজনক : রিজভী নির্বাচনের আগেই লুট হওয়া অস্ত্র উদ্ধার করতে হবে: প্রধান উপদেষ্টা ‘না’ ভোট দেওয়া মানেই স্বৈরাচারের পক্ষে দাঁড়ানো: শারমীন মুরশিদ নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার যেকোনো অপচেষ্টা মোকাবিলায় প্রশাসনকে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে : পররাষ্ট্র উপদেষ্টা বস্তিবাসীদের জন্য উন্নত শিক্ষা ও চিকিৎসা নিশ্চিত করা হবে: তারেক রহমান

সাকিবকে নিয়েই ছক কষছেন বাশার

আকাশ স্পোর্টস ডেস্ক:

জুয়াড়ির সঙ্গে আলাপচারিতার তথ্য গোপন করায় দেশসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানকে এক বছরের নির্বাসনে পাঠায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। টাইগার টিমের জন্য আশা জাগানিয়া খবর হলো চলতি বছরের ২৯ অক্টোবরে সাকিবের নিষেধাজ্ঞার মেয়াদ শেষ। ফলে বাংলাদেশ ক্রিকেটের পোস্টারবয়ের মাঠে ফিরতে আর কোনো বাঁধা থাকছে না। তাই শ্রীলঙ্কা সফর থেকেই সাকিবকে দলে পাওয়ার আশা জাতীয় দলের নির্বাচক ও সাবেক অধিনায়ক হাবিবুল বাশারের।

করোনাভাইরাসের প্রকোপে দীর্ঘ সময় ধরে বাইশ গজে টাইগার ক্রিকেটারদের পদচারণা নেই। ঘরের মাঠে জিম্বাবুয়ে সিরিজের পর আর খেলা হয়নি তাদের। শ্রীলঙ্কায় করোনার প্রকোপ কম থাকায় দ্বীপদেশটির সফরের মাধ্যমেই মাঠে ফিরবে বাংলাদেশ দল।

আর সেই সফরেই সাকিবকে দলে পাওয়ার আশা বাশারের। গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ‘শ্রীলঙ্কা সফরেই সাকিবকে দলে পাওয়ার আশা করছি। সাকিবকে আমাদের খুব প্রয়োজন। যেহেতু অনেকদিন ধরে খেলার বাইরে আছি, সবকিছু এখন নতুন করে শুরু করতে হচ্ছে। এই সময় আমাদের পূর্ণ একাদশ নিয়ে খেলা দরকার।’

পাকিস্তান সফরের বাংলাদেশ দলে ছিলেন না সাকিব। ব্যক্তিগত কারণে ছিলেন না মুশফিকুর রহিমও। বাংলাদেশ দলের পারফরম্যান্সও সন্তোষজনক ছিল না। বাশারের প্রত্যাশা, এই দুই তারকাকে নিয়ে পূর্ণ শক্তির দলই যাবে শ্রীলঙ্কায়। তবে শ্রীলঙ্কা সিরিজ অক্টোবরের মাঝামাঝি বা শেষ সময়ে শুরু হলে এক টেস্টে সাকিবকে নাও পেতে পারে দল।

বাশার বলেন, ‘সাকিব ফিরলে বাংলাদেশ দলের জন্য অনেক সুবিধা হবে। ভারতে দুটি টেস্ট ও পাকিস্তান সফরে সাকিব ছিল না। তাকে আমরা মিস করেছি। পাকিস্তানে মুশফিকও ছিল না। আমরা পুরো একাদশ নিয়ে খেরতে পারছি না। সাকিব দলে থাকলে অনেক সমস্যারি সমাধান হয়ে যাবে।’

শ্রীলঙ্কা সফরের আগে প্রয়োজন পর্যাপ্ত প্রস্তুতি। কারণ অনেকদিন ধরেই খেলায় নেই ক্রিকেটাররা। ইকোসথ্যে অনেকে ব্যক্তিগত অনুশীলন শুরু করেছেন। তবে করোনার ঝুঁকি এড়াতে দলীয় প্রস্তুতি শুরুর আগে সব ক্রিকেটারের করোনা পরীক্ষা করাবে বিসিবি।

শ্রীলঙ্কা সফরে টাইগাররা তিনটি টেস্ট খেলার কথা রয়েছে। দুই বোর্ডের আলোচনা সাপেক্ষে যুক্ত হতে পারে টি-টোয়েন্টিও।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সাকিবকে নিয়েই ছক কষছেন বাশার

আপডেট সময় ১০:৩৫:৪৪ অপরাহ্ন, শনিবার, ৮ অগাস্ট ২০২০

আকাশ স্পোর্টস ডেস্ক:

জুয়াড়ির সঙ্গে আলাপচারিতার তথ্য গোপন করায় দেশসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানকে এক বছরের নির্বাসনে পাঠায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। টাইগার টিমের জন্য আশা জাগানিয়া খবর হলো চলতি বছরের ২৯ অক্টোবরে সাকিবের নিষেধাজ্ঞার মেয়াদ শেষ। ফলে বাংলাদেশ ক্রিকেটের পোস্টারবয়ের মাঠে ফিরতে আর কোনো বাঁধা থাকছে না। তাই শ্রীলঙ্কা সফর থেকেই সাকিবকে দলে পাওয়ার আশা জাতীয় দলের নির্বাচক ও সাবেক অধিনায়ক হাবিবুল বাশারের।

করোনাভাইরাসের প্রকোপে দীর্ঘ সময় ধরে বাইশ গজে টাইগার ক্রিকেটারদের পদচারণা নেই। ঘরের মাঠে জিম্বাবুয়ে সিরিজের পর আর খেলা হয়নি তাদের। শ্রীলঙ্কায় করোনার প্রকোপ কম থাকায় দ্বীপদেশটির সফরের মাধ্যমেই মাঠে ফিরবে বাংলাদেশ দল।

আর সেই সফরেই সাকিবকে দলে পাওয়ার আশা বাশারের। গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ‘শ্রীলঙ্কা সফরেই সাকিবকে দলে পাওয়ার আশা করছি। সাকিবকে আমাদের খুব প্রয়োজন। যেহেতু অনেকদিন ধরে খেলার বাইরে আছি, সবকিছু এখন নতুন করে শুরু করতে হচ্ছে। এই সময় আমাদের পূর্ণ একাদশ নিয়ে খেলা দরকার।’

পাকিস্তান সফরের বাংলাদেশ দলে ছিলেন না সাকিব। ব্যক্তিগত কারণে ছিলেন না মুশফিকুর রহিমও। বাংলাদেশ দলের পারফরম্যান্সও সন্তোষজনক ছিল না। বাশারের প্রত্যাশা, এই দুই তারকাকে নিয়ে পূর্ণ শক্তির দলই যাবে শ্রীলঙ্কায়। তবে শ্রীলঙ্কা সিরিজ অক্টোবরের মাঝামাঝি বা শেষ সময়ে শুরু হলে এক টেস্টে সাকিবকে নাও পেতে পারে দল।

বাশার বলেন, ‘সাকিব ফিরলে বাংলাদেশ দলের জন্য অনেক সুবিধা হবে। ভারতে দুটি টেস্ট ও পাকিস্তান সফরে সাকিব ছিল না। তাকে আমরা মিস করেছি। পাকিস্তানে মুশফিকও ছিল না। আমরা পুরো একাদশ নিয়ে খেরতে পারছি না। সাকিব দলে থাকলে অনেক সমস্যারি সমাধান হয়ে যাবে।’

শ্রীলঙ্কা সফরের আগে প্রয়োজন পর্যাপ্ত প্রস্তুতি। কারণ অনেকদিন ধরেই খেলায় নেই ক্রিকেটাররা। ইকোসথ্যে অনেকে ব্যক্তিগত অনুশীলন শুরু করেছেন। তবে করোনার ঝুঁকি এড়াতে দলীয় প্রস্তুতি শুরুর আগে সব ক্রিকেটারের করোনা পরীক্ষা করাবে বিসিবি।

শ্রীলঙ্কা সফরে টাইগাররা তিনটি টেস্ট খেলার কথা রয়েছে। দুই বোর্ডের আলোচনা সাপেক্ষে যুক্ত হতে পারে টি-টোয়েন্টিও।