ঢাকা ০৬:৩৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নাজমুল পদত্যাগ না করলে খেলা বর্জনের হুমকি ক্রিকেটারদের চাঁদাবাজি-মাস্তানি করলে এখনই বিএনপি থেকে বের হয়ে যান: আমীর খসরু আগামী সপ্তাহ থেকে বাংলাদেশসহ ৭৫ দেশের জন্য মার্কিন ভিসা কার্যক্রম স্থগিত একটি দল বাড়ি বাড়ি গিয়ে এনআইডি ও বিকাশ নম্বর সংগ্রহ করছে: নজরুল ইসলাম খান স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করায় বিএনপি নেতা সাজুকে বহিষ্কার গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিলে তরুণরা বৈষম্যহীন বাংলাদেশ পাবে: আলী রীয়াজ গণভোটে ‘হ্যাঁ’কে বিজয়ী করতে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা ডাকসুর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন স্থগিত চেয়ে রিট অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতেই অন-অ্যারাইভাল ভিসা বন্ধ : পররাষ্ট্র উপদেষ্টা মবোক্রেসি সব জায়গায় চলে না, আমি ঢাকায় ভেসে আসি নাই : মির্জা আব্বাস

মানিকগঞ্জে বন্যার্ত মানুষের পাশে সেনাবাহিনী

আকাশ জাতীয় ডেস্ক:

সেনাবাহিনীর ৯ পদাতিক ডিভিশনের পৃষ্ঠপোষকতায় ৭১ মেকানাইজড ব্রিগেডের ব্যবস্থাপনায় বুধবার মানিকগঞ্জ জেলার সদর উপজেলায় বন্যাদুর্গত অসহায় পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করা হয়।

মানিকগঞ্জ জেলার সদর উপজেলার দীঘি ইউনিয়ন এবং পল্লী বিদ্যুৎ সমিতিসংলগ্ন এলাকায় প্রায় পাঁচ শতাধিক বন্যার্ত পরিবারের মাঝে ১৫ ইস্টবেঙ্গল রেজিমেন্টের তত্ত্বাবধানে এ ত্রাণ বিতরণ করা হয়েছে।

সাভার সেনানিবাসের ১৫ ইস্টবেঙ্গল রেজিমেন্টের কমান্ডিং অফিসার লে. কর্নেল মো. ওয়াদুদ উল্লাহ চৌধুরী, পিএসসি ত্রাণ বিতরণের উদ্বোধন করেন।

ত্রাণ সহায়তার মধ্যে ছিল- চাল, ডাল, তেল, লবণ, চিনি এবং সাবানসহ নিত্যপ্রয়োজনীয় সামগ্রী। ইতিমধ্যে মানিকগঞ্জ জেলায় সেনাবাহিনী বিভিন্ন ধাপে দুস্থ ও অসহায় মানুষকে ত্রাণসামগ্রী, প্রান্তিক কৃষকদের বিভিন্ন ধরনের বীজ, এতিম শিশুদের মাঝে ঈদ উপহার এবং গর্ভবতী মায়েদের স্বাস্থ্যসেবায় মেডিকেল সহায়তা প্রদান করেছে।

সাভার সেনানিবাসের ১৫ ইস্টবেঙ্গল রেজিমেন্টের কমান্ডিং অফিসার লে. কর্নেল মো. ওয়াদুদ উল্লাহ চৌধুরী, পিএসসি জানান, বাংলাদেশ সেনাবাহিনী অতীতে যেভাবে বিভিন্ন দুর্যোগে মানুষের পাশে দাঁড়িয়েছে, এবারও সেনাবাহিনীপ্রধানের নির্দেশনা অনুযায়ী করোনাভাইরাস মোকাবেলায় শুরু থেকেই মানিকগঞ্জের সাধারণ মানুষের পাশে আছে।

সাধারণ মানুষকে করোনাভাইরাস সম্পর্কে সচেতন করার পাশাপাশি বর্তমানে সেনাবাহিনী বানভাসি অসহায় মানুষকে সাধ্যমতো ত্রাণ এবং অন্যান্য সহায়তা প্রদান করে যাচ্ছে।

বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে মানিকগঞ্জের অসহায় বন্যার্ত মানুষের মাঝে এ ধরনের সহায়তা অব্যাহত থাকবে বলে তিনি জানান।

বন্যার্ত মানুষের মাঝে ওই ত্রাণ বিতরণ কার্যক্রমে লে. কর্নেল ওয়াদুদ, জেলা প্রশাসক এসএম ফেরদৌস, পুলিশ সুপার রিফাত রহমান শামীম, মেজর ফেরদৌস, ক্যাপ্টেন তুহিন, সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা এবং স্থানীয় জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কিশোরগঞ্জে মসজিদের বাক্সে ৯ লাখ টাকা

মানিকগঞ্জে বন্যার্ত মানুষের পাশে সেনাবাহিনী

আপডেট সময় ০৫:০৭:২৩ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২০

আকাশ জাতীয় ডেস্ক:

সেনাবাহিনীর ৯ পদাতিক ডিভিশনের পৃষ্ঠপোষকতায় ৭১ মেকানাইজড ব্রিগেডের ব্যবস্থাপনায় বুধবার মানিকগঞ্জ জেলার সদর উপজেলায় বন্যাদুর্গত অসহায় পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করা হয়।

মানিকগঞ্জ জেলার সদর উপজেলার দীঘি ইউনিয়ন এবং পল্লী বিদ্যুৎ সমিতিসংলগ্ন এলাকায় প্রায় পাঁচ শতাধিক বন্যার্ত পরিবারের মাঝে ১৫ ইস্টবেঙ্গল রেজিমেন্টের তত্ত্বাবধানে এ ত্রাণ বিতরণ করা হয়েছে।

সাভার সেনানিবাসের ১৫ ইস্টবেঙ্গল রেজিমেন্টের কমান্ডিং অফিসার লে. কর্নেল মো. ওয়াদুদ উল্লাহ চৌধুরী, পিএসসি ত্রাণ বিতরণের উদ্বোধন করেন।

ত্রাণ সহায়তার মধ্যে ছিল- চাল, ডাল, তেল, লবণ, চিনি এবং সাবানসহ নিত্যপ্রয়োজনীয় সামগ্রী। ইতিমধ্যে মানিকগঞ্জ জেলায় সেনাবাহিনী বিভিন্ন ধাপে দুস্থ ও অসহায় মানুষকে ত্রাণসামগ্রী, প্রান্তিক কৃষকদের বিভিন্ন ধরনের বীজ, এতিম শিশুদের মাঝে ঈদ উপহার এবং গর্ভবতী মায়েদের স্বাস্থ্যসেবায় মেডিকেল সহায়তা প্রদান করেছে।

সাভার সেনানিবাসের ১৫ ইস্টবেঙ্গল রেজিমেন্টের কমান্ডিং অফিসার লে. কর্নেল মো. ওয়াদুদ উল্লাহ চৌধুরী, পিএসসি জানান, বাংলাদেশ সেনাবাহিনী অতীতে যেভাবে বিভিন্ন দুর্যোগে মানুষের পাশে দাঁড়িয়েছে, এবারও সেনাবাহিনীপ্রধানের নির্দেশনা অনুযায়ী করোনাভাইরাস মোকাবেলায় শুরু থেকেই মানিকগঞ্জের সাধারণ মানুষের পাশে আছে।

সাধারণ মানুষকে করোনাভাইরাস সম্পর্কে সচেতন করার পাশাপাশি বর্তমানে সেনাবাহিনী বানভাসি অসহায় মানুষকে সাধ্যমতো ত্রাণ এবং অন্যান্য সহায়তা প্রদান করে যাচ্ছে।

বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে মানিকগঞ্জের অসহায় বন্যার্ত মানুষের মাঝে এ ধরনের সহায়তা অব্যাহত থাকবে বলে তিনি জানান।

বন্যার্ত মানুষের মাঝে ওই ত্রাণ বিতরণ কার্যক্রমে লে. কর্নেল ওয়াদুদ, জেলা প্রশাসক এসএম ফেরদৌস, পুলিশ সুপার রিফাত রহমান শামীম, মেজর ফেরদৌস, ক্যাপ্টেন তুহিন, সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা এবং স্থানীয় জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।