ঢাকা ১২:৫১ পূর্বাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ৩ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হাদি হত্যার কেবল চার আসামি নয়, সম্পূর্ণ নেটওয়ার্কের বিচার চাই: ইনকিলাব মঞ্চ অচেতন অবস্থায় রংপুরে উদ্ধার গাইবান্ধা-৩ আসনের স্বতন্ত্র প্রার্থী কোনো বিশেষ ক্ষেত্রে ভোট দেওয়ার নির্দেশনা দেওয়া সরকারের উচিত নয়: আমির খসরু আওয়ামী লীগকে নির্বাচনে আনতে আন্তর্জাতিক মহলের কোনো চাপ নেই: শফিকুল আলম আমরা এখন আর আইসিইউতে নেই, কেবিনে উঠে এসেছি: অর্থ উপদেষ্টা ‘বন্দি থাকাকালে বেগম জিয়ার পক্ষে কথা বলার কেউই ছিলেন না’:আসিফ নজরুল নোয়াখালীকে হারিয়ে টেবিলের শীর্ষে চট্টগ্রাম রয়্যালস খালেদা জিয়ার স্মরণে নাগরিক শোকসভা জোট নয়, এককভাবেই নির্বাচনে লড়বে ইসলামী আন্দোলন ওসমান হাদির ভাইকে যুক্তরাজ্যে বাংলাদেশ মিশনে নিয়োগ

আমার করোনা নেগেটিভ হওয়ার খবর সত্য না: মাশরাফি

আকাশ স্পোর্টস ডেস্ক:  

কিছুদিন আগে করোনাভাইরাস ধরা পড়ে মাশরাফি বিন মর্তুজার শরীরে। বাসায় থেকেই চিকিৎসা গ্রহণ করছেন তিনি। রবিবার দুপুরে হঠাৎ সংবাদমাধ্যম এবং সামাজিক যোগাযোগমাধ্যম খবর ছড়িয়ে পড়ে যে, মাশরাফি করোনা নেগেটিভ। তবে, এই খবর সত্য নয় বলে জানিয়েছেন মাশরাফি। তিনি বলেছেন, এখনো তিনি পরীক্ষা করাননি। তবে, ভালো আছেন।

রবিবার দুপুরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে মাশরাফি বিন মর্তুজা লিখেছেন, ‘বিভিন্ন সংবাদমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে, আমি কোভিড-১৯ নেগেটিভ। এটি মোটেও সত্য নয়। এখনও পুনরায় টেস্ট করাইনি। ১৪ দিন হওয়ার পর পর টেস্ট করানো ইচ্ছা আছে। মহান আল্লাহর ইচ্ছায় ও আপনাদের দোয়ায় এমনিতে ভালো আছি। বাসায় থেকেই প্রয়োজনীয় চিকিৎসা নিচ্ছি। বড় কোনো শারীরিক সমস্যা নেই। আমার জন্য এবং দেশজুড়ে আক্রান্ত সবার জন্য দোয়া প্রার্থনা করছি। সবাই সাবধানে থাকবেন, ভালো থাকবেন। আমরা সবাই মিলেই লড়াই চালিয়ে যাব। আল্লাহ সহায়।’

এর আগে মাশরাফিকে নিয়ে গুজব ছড়িয়েছিল যে, তার শারীরিক অবস্থা ভালো নয়। তিনি রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি হতে চেয়েছিলেন। তবে, সেখানে সিট ফাঁকা না থাকার কারণে ভর্তি হতে পারেননি। সেবারও মাশরাফি ফেসবুকে পোস্ট দিয়ে জানিয়েছিলেন যে, এই খবর মিথ্যা।

সম্প্রতি করোনাভাইরাসে আক্রান্ত হন নড়াইল-২ আসনের সংসদ সদস্য এবং বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। গত ১৮ জুন রাতে জ্বর অনুভব করায় ১৯ জুন ঢাকা শিশু হাসপাতালে করোনা এবং ডেঙ্গু পরীক্ষা করান মাশরাফি। পরের দিন বিকালে করোনা পরীক্ষার ফলে পজিটিভ আসে তার। এরপর থেকে ডানহাতি এ পেসার নিজের বাসায় আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছেন।

মাশরাফির অ্যাজমা থাকায় তার পরিবার এবং ভক্তদের জন্য ভয়ের যথেষ্ট কারণ ছিল। তবে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) এক্স-রে করার পরে চিকিৎসকরা বলছেন অ্যাজমা সত্ত্বেও মাশরাফি ভালো আছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হাদি হত্যার কেবল চার আসামি নয়, সম্পূর্ণ নেটওয়ার্কের বিচার চাই: ইনকিলাব মঞ্চ

আমার করোনা নেগেটিভ হওয়ার খবর সত্য না: মাশরাফি

আপডেট সময় ০৭:২৪:৪৯ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২০

আকাশ স্পোর্টস ডেস্ক:  

কিছুদিন আগে করোনাভাইরাস ধরা পড়ে মাশরাফি বিন মর্তুজার শরীরে। বাসায় থেকেই চিকিৎসা গ্রহণ করছেন তিনি। রবিবার দুপুরে হঠাৎ সংবাদমাধ্যম এবং সামাজিক যোগাযোগমাধ্যম খবর ছড়িয়ে পড়ে যে, মাশরাফি করোনা নেগেটিভ। তবে, এই খবর সত্য নয় বলে জানিয়েছেন মাশরাফি। তিনি বলেছেন, এখনো তিনি পরীক্ষা করাননি। তবে, ভালো আছেন।

রবিবার দুপুরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে মাশরাফি বিন মর্তুজা লিখেছেন, ‘বিভিন্ন সংবাদমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে, আমি কোভিড-১৯ নেগেটিভ। এটি মোটেও সত্য নয়। এখনও পুনরায় টেস্ট করাইনি। ১৪ দিন হওয়ার পর পর টেস্ট করানো ইচ্ছা আছে। মহান আল্লাহর ইচ্ছায় ও আপনাদের দোয়ায় এমনিতে ভালো আছি। বাসায় থেকেই প্রয়োজনীয় চিকিৎসা নিচ্ছি। বড় কোনো শারীরিক সমস্যা নেই। আমার জন্য এবং দেশজুড়ে আক্রান্ত সবার জন্য দোয়া প্রার্থনা করছি। সবাই সাবধানে থাকবেন, ভালো থাকবেন। আমরা সবাই মিলেই লড়াই চালিয়ে যাব। আল্লাহ সহায়।’

এর আগে মাশরাফিকে নিয়ে গুজব ছড়িয়েছিল যে, তার শারীরিক অবস্থা ভালো নয়। তিনি রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি হতে চেয়েছিলেন। তবে, সেখানে সিট ফাঁকা না থাকার কারণে ভর্তি হতে পারেননি। সেবারও মাশরাফি ফেসবুকে পোস্ট দিয়ে জানিয়েছিলেন যে, এই খবর মিথ্যা।

সম্প্রতি করোনাভাইরাসে আক্রান্ত হন নড়াইল-২ আসনের সংসদ সদস্য এবং বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। গত ১৮ জুন রাতে জ্বর অনুভব করায় ১৯ জুন ঢাকা শিশু হাসপাতালে করোনা এবং ডেঙ্গু পরীক্ষা করান মাশরাফি। পরের দিন বিকালে করোনা পরীক্ষার ফলে পজিটিভ আসে তার। এরপর থেকে ডানহাতি এ পেসার নিজের বাসায় আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছেন।

মাশরাফির অ্যাজমা থাকায় তার পরিবার এবং ভক্তদের জন্য ভয়ের যথেষ্ট কারণ ছিল। তবে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) এক্স-রে করার পরে চিকিৎসকরা বলছেন অ্যাজমা সত্ত্বেও মাশরাফি ভালো আছেন।