আকাশ জাতীয় ডেস্ক:
যশোরের বেনাপোলে ছয় কেজি গাঁজাসহ শরিফুল ইসলাম নামে এক মাদককারবারিকে আটক করেছে বিজিবি। রবিবার দুপুর ২টায় বেনাপোল পোর্ট থানার সাদিপুর সীমান্ত থেকে তাকে আটক করা হয়। শরিফুল সাদিপুর গ্রামের বাসিন্দা।
যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল সেলিম রেজা জানান, ভারত থেকে বড় ধরনের মাদকের একটি চালান পাচার হয়ে সাদিপুর সীমান্তে আসছে এমন সংবাদে অভিযান চালিয়ে গাঁজাসহ ওই মাদককারবারিকে আটক করা হয়। পরে তাকে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে। এ ঘটনায় একটি মামলা হয়েছে বলেও জানান বিজিবির এ কর্মকর্তা।
আকাশ নিউজ ডেস্ক 
























