আকাশ আইসিটি ডেস্ক :
১১ জুন ভারতে আসছে মি নোটবুক। এটাই ভারতে শাওমির প্রথম ল্যাপটপ। এই ল্যাপটিপটির ডিসপ্লের চারপাশে পাতলা বেজেল থাকছে। সম্প্রতি এক টিজারে এই তথ্য জানিয়েছে শাওমি। কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে ভারতের জন্য বিশেষভাবে এই ল্যাপটপ ডিজাইন করা হয়েছে।
ভারতে কোম্পানির প্রথম ল্যাপটপের কোন ফিচার এখনও জানা যায়নি। সম্প্রতি চীনে রাইজেন প্রসেসরসহ তিনটি ল্যাপটপ নিয়ে এসেছিল বেজিংয়ের কোম্পানিটি।
আকাশ নিউজ ডেস্ক 

























