আকাশ জাতীয় ডেস্ক:
জামালপুরের বকশীগঞ্জে লকডাউন কার্যকর করতে পৌর শহরে পানি ছিটিয়েছে ফায়ার সার্ভিসের কর্মীরা।
বুধবার (২০ মে) জনসমাগম ঠেকাতে এ কাজ করে ফায়ার সর্ভিসের কর্মীরা। শহরে জনসমাগম ঠেকাতে ফায়ার সার্ভিসের পাশাপাশি মাঠে নেমেছে পুলিশ সদস্যরা।
এদিকে, স্বাস্থ্যবিধি ভঙ্গ করায় ঈদ পর্যন্ত নিত্য প্রয়োজনীয় দোকান ব্যতীত সব ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে দিয়েছে বকশীগঞ্জ উপজেলা প্রশাসন।
প্রসঙ্গত, স্বাস্থ্যবিধি ও সামাজিক নিরাপত্তা বজায় রেখে লকডাউন শিথিল করলে ব্যবসা প্রতিষ্ঠান খুলে দেওয়া হয়। কিন্তু অতিরিক্ত জনসমাগম ঠেকাতে ব্যর্থ হয় ব্যবসা প্রতিষ্ঠানগুলো। ভেঙে পড়ে জনস্বাস্থ্য। ফলে ঈদের আগ পর্যন্ত পুরো লকডাউন করে দেয় উপজেলা প্রশাসন।
আকাশ নিউজ ডেস্ক 
























