ঢাকা ০১:৫২ পূর্বাহ্ন, সোমবার, ১২ জানুয়ারী ২০২৬, ২৮ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ট্রাম্পের হুঁশিয়ারির পাল্টা জবাব দিলেন কিউবার প্রেসিডেন্ট বনশ্রীতে স্কুলছাত্রী খুন,পুলিশের সন্দেহের তালিকায় পলাতক রেস্তোরাঁ কর্মী স্বৈরাচারের লোকেরা নির্বাচন ভণ্ডুলের চেষ্টা করবে: ড. মুহাম্মদ ইউনূস গাজীপুরে নবজাতকের লাশ নিয়ে কুকুরের টানাহ্যাঁচড়া, উদ্ধার করল পুলিশ ধর্মকে পুঁজি করে মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে, ধোঁকা দেওয়া হচ্ছে : খায়রুল কবির খোকন দলে বড় নাম থাকলেও জেতার জন্য সবাইকে আরও দায়িত্ব নিতে হবে: সোহান ২৫ জন বাংলাদেশিকে ক্ষমা করল আমিরাত দেশের ভবিষ্যত গড়ার জন্য গণভোটে ‘হ্যাঁ’ জয় নিশ্চিত করতে হবে : চরমোনাই পীর ব্যালটবাক্স ভরে কোনো নির্দিষ্ট প্রতীকের জয়ের সুযোগ নেই: রুমিন ফারহানা এইচএসসি পাসে নিউরো মেডিসিন বিশেষজ্ঞ , রোগী দেখেন দুই জেলায়

ওই দেখা যায় মেঘালয়

অাকাশ জাতীয় ডেস্ক:

বৃষ্টিস্নাত সবুজ প্রকৃতির সঙ্গে পাহাড়, ঝরনা, আর ঝরনা ধারার শীতল পানি আছড়ে পড়ছে নদীর বুকে। পানির স্রোতে ভেসে আসা বিশাল আকৃতির পাথরগুলো সৌন্দর্যের মাত্রা আরও বাড়িয়ে দিয়েছে। নদীর কিনারা থেকেই শুরু; এত উঁচু পাহাড়, মেঘেরাও এসে আলিঙ্গন করছে। বলছি, সিলেটের বিছানাকান্দি এলাকায় বাংলাদেশ-ভারত সীমান্তে মেঘালয়ের কথা।

বিছানাকান্দি সিলেটের গোয়াইনঘাট উপজেলায় অবস্থিত। যা সিলেট শহর থেকে বেশখানিক দূরের পথ। পাথর, পানি, পাহাড় আর মেঘ নিয়ে যার বসবাস। চারদিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে পাথর আর পাথর। অনেকে মজা করে ‘পাথরের বিছানা’ বলেও থাকেন। পাথর বিছানো বিস্তীর্ণ প্রান্তরের উপর দিয়ে বয়ে চলছে মেঘালয়ের পাহাড়ি ঝরনাধারা, যা বিছনাকান্দির মূল আকর্ষণ

পিয়াইন নদী ধরে হেঁটে অথবা ট্রলারে চলতে চোখে পড়বে নানা চোখ ধাঁধানো দৃশ্য। ছবির মতো এলাকাটি একটু দূরেই দাঁড়িয়ে রয়েছে আকাশ ছোঁয়া পাহাড়গুলো। চোখে পড়বে নদীর বুকে পাথর উত্তোলনের দৃশ্য। পিয়াইন নদী ধরে ট্রলারে একটু দূরেই চোখে পড়বে সীমান্তঘেঁষা পাথর-জলের মাখামাখি বিছনাকান্দির।

পাথর-জলের মাখামাখি সত্যিই মুগ্ধ হওয়ার মতো। ছড়িয়ে-ছিটিয়ে থাকা পাথর-নদীর পাশের পাহাড় থেকে অনবরত বহমান স্বচ্ছ পানির ধারা। নাগরিক সকল সভ্যতা যেখানে হার মানে, প্রকৃতির এ সৌন্দর্য নিমিষেই ভুলিয়ে দেবে সকল ক্লান্তি ও বিষণ্নতা।

বিছানাকান্দি মূলত বাংলাদেশ-ভারত মিলিয়ে। বাংলাদেশের সিলেট এবং ভারতের মেঘালয় রাজ্যে এর অবস্থান। দৃষ্টির সীমানায় শুধু পাথর আর পাহাড়। আকাশে উড়ে বেড়ানো মেঘের সঙ্গে পাহাড়গুলোর বেশ সখ্যতা। বেপরোয়া সাদা মেঘের দলগুলো পাহাড়ের গায়ে লেগে রয়েছে।

পাহাড়ের উপর থেকে আছড়ে পড়ছে ঝরনার ধারা। হাজার ফুটের উচ্চতা থেকে পাথর আর পাহাড়ের গা বেয়ে আছড়ে পড়া শীতল পানিতে অনেকেই পা ভিজিয়ে নিচ্ছেন। কেউবা লোভকে লোপ করতে না পেরে নেমে পড়ছেন পানিতে। কেউবা আবার শীতল পানিতে ভিজিয়ে নেয়া গা পাথরের উপর বসে সূর্যস্নান করছেন। এ এক অপরূপ সৌন্দর্য।

প্রায় ২২ হাজার ৪২৯ বর্গ কিলোমিটারে মেঘালয় রাজ্য ভারতের উত্তরপূর্ব অঞ্চলে অবস্থিত। যার এক-তৃতীয়াংশ পর্বত ও অরণ্য দ্বারা আবৃত। উত্তরে আসাম এবং দক্ষিণে বাংলাদেশ দ্বারা বেষ্টিত এ রাজ্যটির রাজধানী শিলং। বিছানাকান্দি হলো বাংলাদেশের সিলেট ও ভারতের মেঘালয়ের সীমান্ত সংযোগ। যেখানে মূলত সুউচ্চ পাহাড়গুলোই দুটি দেশকে বিভক্ত করেছে।

রাজ্যটিতে বছরে ১,২০০ সেন্টিমিটার বৃষ্টিপাত হয়। আর তাই মেঘালয় ভারতের ‘সিক্ত রাজ্য’ হিসেবেও বিবেচিত। পাহাড়ি রাজ্য মেঘালয়ে রয়েছে মন হারানো অনেক দর্শনীয় স্থান। ভ্রমণপিপাসুরা তাই তৃষ্ণা মেটাতে ছুটে চলেন সিলেটের সীমান্তবর্তী এলাকা বিছানাকান্দিতে। ক্ষণিকের জন্য হলেও হারিয়ে যান ভারতের ২১তম এ রাজ্যের কিঞ্চিত দর্শন পেয়ে।

বিছানাকান্দি ছাড়াও এ রাজ্যের সীমান্ত এলাকায় আরও বেশ কয়েকটি দর্শনীয় স্থান রয়েছে। রয়েছে- লক্ষ্মণছড়া ও পান্থুমাই নামে আরও দুটি দর্শনীয় স্থান। যা ছবির মতো সুন্দর রাজ্য মেঘালয়ের সঙ্গে বাংলাদেশের সীমান্ত এলাকাকে করে তুলেছে অতুলনীয়।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ট্রাম্পের হুঁশিয়ারির পাল্টা জবাব দিলেন কিউবার প্রেসিডেন্ট

ওই দেখা যায় মেঘালয়

আপডেট সময় ০৭:৩৩:৪৬ অপরাহ্ন, শনিবার, ২৬ অগাস্ট ২০১৭

অাকাশ জাতীয় ডেস্ক:

বৃষ্টিস্নাত সবুজ প্রকৃতির সঙ্গে পাহাড়, ঝরনা, আর ঝরনা ধারার শীতল পানি আছড়ে পড়ছে নদীর বুকে। পানির স্রোতে ভেসে আসা বিশাল আকৃতির পাথরগুলো সৌন্দর্যের মাত্রা আরও বাড়িয়ে দিয়েছে। নদীর কিনারা থেকেই শুরু; এত উঁচু পাহাড়, মেঘেরাও এসে আলিঙ্গন করছে। বলছি, সিলেটের বিছানাকান্দি এলাকায় বাংলাদেশ-ভারত সীমান্তে মেঘালয়ের কথা।

বিছানাকান্দি সিলেটের গোয়াইনঘাট উপজেলায় অবস্থিত। যা সিলেট শহর থেকে বেশখানিক দূরের পথ। পাথর, পানি, পাহাড় আর মেঘ নিয়ে যার বসবাস। চারদিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে পাথর আর পাথর। অনেকে মজা করে ‘পাথরের বিছানা’ বলেও থাকেন। পাথর বিছানো বিস্তীর্ণ প্রান্তরের উপর দিয়ে বয়ে চলছে মেঘালয়ের পাহাড়ি ঝরনাধারা, যা বিছনাকান্দির মূল আকর্ষণ

পিয়াইন নদী ধরে হেঁটে অথবা ট্রলারে চলতে চোখে পড়বে নানা চোখ ধাঁধানো দৃশ্য। ছবির মতো এলাকাটি একটু দূরেই দাঁড়িয়ে রয়েছে আকাশ ছোঁয়া পাহাড়গুলো। চোখে পড়বে নদীর বুকে পাথর উত্তোলনের দৃশ্য। পিয়াইন নদী ধরে ট্রলারে একটু দূরেই চোখে পড়বে সীমান্তঘেঁষা পাথর-জলের মাখামাখি বিছনাকান্দির।

পাথর-জলের মাখামাখি সত্যিই মুগ্ধ হওয়ার মতো। ছড়িয়ে-ছিটিয়ে থাকা পাথর-নদীর পাশের পাহাড় থেকে অনবরত বহমান স্বচ্ছ পানির ধারা। নাগরিক সকল সভ্যতা যেখানে হার মানে, প্রকৃতির এ সৌন্দর্য নিমিষেই ভুলিয়ে দেবে সকল ক্লান্তি ও বিষণ্নতা।

বিছানাকান্দি মূলত বাংলাদেশ-ভারত মিলিয়ে। বাংলাদেশের সিলেট এবং ভারতের মেঘালয় রাজ্যে এর অবস্থান। দৃষ্টির সীমানায় শুধু পাথর আর পাহাড়। আকাশে উড়ে বেড়ানো মেঘের সঙ্গে পাহাড়গুলোর বেশ সখ্যতা। বেপরোয়া সাদা মেঘের দলগুলো পাহাড়ের গায়ে লেগে রয়েছে।

পাহাড়ের উপর থেকে আছড়ে পড়ছে ঝরনার ধারা। হাজার ফুটের উচ্চতা থেকে পাথর আর পাহাড়ের গা বেয়ে আছড়ে পড়া শীতল পানিতে অনেকেই পা ভিজিয়ে নিচ্ছেন। কেউবা লোভকে লোপ করতে না পেরে নেমে পড়ছেন পানিতে। কেউবা আবার শীতল পানিতে ভিজিয়ে নেয়া গা পাথরের উপর বসে সূর্যস্নান করছেন। এ এক অপরূপ সৌন্দর্য।

প্রায় ২২ হাজার ৪২৯ বর্গ কিলোমিটারে মেঘালয় রাজ্য ভারতের উত্তরপূর্ব অঞ্চলে অবস্থিত। যার এক-তৃতীয়াংশ পর্বত ও অরণ্য দ্বারা আবৃত। উত্তরে আসাম এবং দক্ষিণে বাংলাদেশ দ্বারা বেষ্টিত এ রাজ্যটির রাজধানী শিলং। বিছানাকান্দি হলো বাংলাদেশের সিলেট ও ভারতের মেঘালয়ের সীমান্ত সংযোগ। যেখানে মূলত সুউচ্চ পাহাড়গুলোই দুটি দেশকে বিভক্ত করেছে।

রাজ্যটিতে বছরে ১,২০০ সেন্টিমিটার বৃষ্টিপাত হয়। আর তাই মেঘালয় ভারতের ‘সিক্ত রাজ্য’ হিসেবেও বিবেচিত। পাহাড়ি রাজ্য মেঘালয়ে রয়েছে মন হারানো অনেক দর্শনীয় স্থান। ভ্রমণপিপাসুরা তাই তৃষ্ণা মেটাতে ছুটে চলেন সিলেটের সীমান্তবর্তী এলাকা বিছানাকান্দিতে। ক্ষণিকের জন্য হলেও হারিয়ে যান ভারতের ২১তম এ রাজ্যের কিঞ্চিত দর্শন পেয়ে।

বিছানাকান্দি ছাড়াও এ রাজ্যের সীমান্ত এলাকায় আরও বেশ কয়েকটি দর্শনীয় স্থান রয়েছে। রয়েছে- লক্ষ্মণছড়া ও পান্থুমাই নামে আরও দুটি দর্শনীয় স্থান। যা ছবির মতো সুন্দর রাজ্য মেঘালয়ের সঙ্গে বাংলাদেশের সীমান্ত এলাকাকে করে তুলেছে অতুলনীয়।