আকাশ জাতীয় ডেস্ক:
কুমিল্লার দেবিদ্বার উপজেলায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে নুরুল ইসলাম (৭২) নামে এক অবসরপ্রাপ্ত স্বাস্থ্য সহকারী মৃত্যুবরণ করেছেন। তিনি দেবিদ্বার পৌর এলাকার বড় আলমপুর গ্রামের জব্বার আলীর ছেলে।
করোনা পজেটিভ রিপোর্ট আসার একদিন পর শনিবার নিজ বাড়িতে আইসোলেশনে থাকা অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি।
এ নিয়ে দেবিদ্বারে মৃতের সংখ্যা দাঁড়াল নয় জনে। এদের মধ্যে দু’জনই জীবদ্দশায় জানতে পেরেছেন তারা করোনায় আক্রান্ত ছিলেন, বাকি সাতজনই মৃত্যুর পর নমুনা পরীক্ষায় তাদের করোনা পজেটিভ রিপোর্ট আসে।
এ রিপোর্ট লিখা পর্যন্ত দেবিদ্বারে করোনা পজেটিভ রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১০২ জনে। এতে দেবিদ্বার উপজেলা এখন রেড জোন হিসেবে চিহ্নিত। দেবিদ্বার উপজেলা প্রশাসন দেবিদ্বার গোমতী আবাসিক এলাকায় একই পরিবারের পাঁচ জন আক্রান্তের বাসা, স্বামী-স্ত্রী দু’জন আক্রান্ত হওয়া হাসপাতাল রোডের কান্তিধারা হাউজ, বারেরা, বড়আলমপুর, সুবিল, ফতেহাবাদ, বল্লভপুর, জীবনপুর গ্রামের একজন করে আক্রান্ত হওয়াদের সাতটি বাড়ি, ১০ জন আক্রান্ত হওয়া নবীয়াবাদ সম্পূর্ণ গ্রাম, রসুলপুর ইউনিয়নের ইনসাফ মার্কেট, সুবিল ইউনিয়নের ওয়াহেদপুর বাজার, ফতেহাবাদ ইউনিয়নের খলিলপুর বাজার লকডাউন করেছে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আহাম্মদ কবীর জানান, আজ করোনায় আক্রান্ত হয়ে পৌর এলাকার বড়আলমপুর গ্রামের নুরুল ইসলাম মারা গেছেন। তার জানাজা ও দাফন নিয়মানুযায়ী সামাজিক দূরত্ব বজায় রেখে ছাত্রলীগ কুমিল্লা উত্তর জেলা সভাপতি আবু কাউছার অনিকের নেতৃত্বে শনিবার দুপুরে সম্পন্ন করা হয়েছে।
আকাশ নিউজ ডেস্ক 























