আকাশ জাতীয় ডেস্ক:
চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বৈশাখী বড়ুয়া করোনা আক্রান্ত হয়েছেন। এ নিয়ে চাঁদপুর জেলায় করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১৭ জনে।
জানা যায়, গেল ২৭ এপ্রিল তার নমুনা সংগ্রহ করা হয়েছিল। ২৯ এপ্রিল ঢাকার শিশু হাসপাতালে টেস্ট করা হলে রিপোর্ট পজিটিভ আসে। বুধবার দুপুরে ওই রিপোর্ট চাঁদপুরের সিভিল সার্জন অফিসে এসেছে।
ওছাড়াও করোনা পরীক্ষার প্রজেটিভ হওয়া সত্বেও ইসলামী ব্যাংক ঢাকার একটি শাখায় কর্মরত হাজীগঞ্জ শাহজালাল ইসলামী ব্যাংক ভবনের মালিকের ছেলেও করোনা নিয়ে হাজীগঞ্জে অবস্থান করছে এমন সংবাদে উপজেলা নির্বাহী কর্মকর্তা, হাজীগঞ্জ থানার ওসি,পৌর মেয়রসহ হাজীগঞ্জে করোনা ভাইরাস প্রতিরোধে উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে কর্মরত সকলে গিয়ে বাজারের শাহজালাল ইসলামী ব্যাংকের ভবনটি লকডাউন ঘোষণা করেন।
তার ১ ঘন্টা পরই হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা বৈশাখী বড়ুয়ার করোনা পরীক্ষার প্রজেটিভ রিপোর্ট আসে।
এ বিষয়টি নিশ্চিত করে চাঁদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আব্দুল্লাহ আল মাহমুদ জানান, যেহেতু নির্বাহী কর্মকর্তার করোনা রিপোর্ট পজিটিভ এসেছে। তাই এখন তিনি সিভিল সার্জনের পরামর্শ অনুযায়ী চলবেন।
এর আগে মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একজন ডাক্তার করোনায় আক্রান্ত হয়েছিল। বর্তমানে তিনি করোনামুক্ত। এছাড়া চাঁদপুরের কয়েকজন পুলিশ সদস্য ও ম্যাজিস্ট্রেটের করোনা টেস্ট করে রিপোর্ট নেগেটিভ এসেছে।
আকাশ নিউজ ডেস্ক 



















