আকাশ স্পোর্টস ডেস্ক:
শ্রীলংকান তারকা ক্রিকেটার পারভেজ মারুফ বলেছেন, মাহে রমজান সব মাসের মধ্যে সেরা একটি মাস। শান্তি, ভালোবাসা এবং সম্প্রীতির মাস রমজান।
২০০৪ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় পারভেজ মারুফের। জাতীয় দলের হয়ে সবশেষ ম্যাচ খেলেছেন ২০১৬ সালের জুলাইয়ে। দেশের হয়ে ২২টি টেস্ট, ১০৯টি ওয়ানডে ও ৮টি টি-টোয়েন্টি ম্যাচ খেলে ১৬৭টি উইকেট শিকারের পাশাপাশি ব্যাট হাতে সংগ্রহ করেন ১ হাজার ৭০২ রান।
শুক্রবার রাত ১০টায় সামাজিক যোগাযোগের মাধ্যম টুইটারে ৩৫ বছর বয়সী লংকান তারকা এ অলরাউন্ডার, লেখেন পবিত্র মাহে রমজানে সর্বশক্তিমান আল্লাহর কাছে প্রার্থনা, আমাদের সকলকে মহামারী করোনাভাইরাস থেকে রক্ষা করুন।
সাম্প্রতিক সময়ে চীনের উহান প্রদেশ থেকে ছড়িয়ে পড়া করোনাভাইরাস বিশ্বে মহামারী আকার ধারণ করেছে। করোনায় প্রায় ৩০ লাখ মানুষ আক্রান্ত হয়েছেন। ইতিমধ্যে প্রায় দুই লাখ মানুষ মৃত্যুবরণ করেছেন।
করোনার কারণে পুরো বিশ্বই স্থবির হয়ে পড়েছে। বিভিন্ন দেশ লকডাউন করে দেয়া হয়েছে। বন্ধ হয়ে গেছে শিল্প, কলকারখানসহ ঘরোয়া ও আন্তর্জাতিক সব খেলাধুলা। আর এমন কঠিন মুহূর্তে স্রষ্টার রহম কামনা করছেন বিশ্বের বিভিন্ন শ্রেণি ও ধর্মের মানুষ।
আকাশ নিউজ ডেস্ক 






















