আকাশ জাতীয় ডেস্ক:
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে করোনা আক্রান্ত হয়ে এক প্রবাসী মারা যাওয়ার পর তার ভাইও এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) দুপুরে জেলা সিভিল সার্জন কার্যালয়ের কন্ট্রোল রুমে থাকা ডা. সানজিদা বিষয়টি জানান। এ নিয়ে জেলায় করোনায় আক্রান্তের সংখ্যা ১৪ জনে দাঁড়ালো। এছাড়াও এ ভাইরাসে আক্রান্ত হয়ে তিনজন মারা গেছেন।
জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্র জানায়, বুধবার জেলায় নতুন করে আটজনের নমুনার প্রতিবেদন আসে। এরমধ্যে দুটি পজেটিভ ও ছয়টিই নেগেটিভ এসেছে। তাদের দুইজনেরই আখাউড়া থেকে নমুনা সংগ্রহ করা হয়। বৃহস্পতিবার সকালে একজনের নমুনা আসে।
আকাশ নিউজ ডেস্ক 



















