আকাশ জাতীয় ডেস্ক:
নড়াইলের লোহাগড়া উপজেলার পারছাত্রা গ্রামে এক যুবক করোনা ভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়েছেন।
সোমবার (১৩ এপ্রিল) রাত সাড়ে ৮টায় নড়াইলের সিভিল সার্জন ডাক্তার আব্দুল মোমেন বিষয়টি জানান।
তিনি বলেন, নড়াইল জেলা থেকে এ পর্যন্ত মোট ২৩টি নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। এরমধ্যে লিখিত ও মৌখিকভাবে ১৭টির ফলাফল পাওয়া গেছে। ১৬টি ফলাফল নেগেটিভ এবং একটি পজেটিভ এসেছে। বাকি ছয়টির রিপোর্ট এখনও পাওয়া যায়নি। যার রিপোর্ট পজেটিভ এসেছে সেটা আমরা মৌখিকভাবে জানতে পেরেছি। আশা করি আগামীকাল লিখিত রিপোর্ট পাব।
সম্প্রতি ওই যুবক নারায়নগঞ্জ থেকে নিজ বাড়ি নড়াইলে আসেন। অসুস্থ হলে তার নমুনা সংগ্রহ করে খুলনা পাঠানো হয়। বর্তমানে ওই যুবক বাড়িতে থেকে চিকিৎসা নিচ্ছে। তার অবস্থা মোটামুটি ভাল বলে জানা গেছে।
আকাশ নিউজ ডেস্ক 



















