আকাশ জাতীয় ডেস্ক:
শেরপুরে এক চৌকিদারের বাড়ি থেকে সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির ৩৩ বস্তা চুরি যাওয়া চাল উদ্ধার করা হয়েছে। ওই চৌকিদারের নাম জহুরুল হক।
শুক্রবার দুপুরে সদর উপজেলা প্রশাসন গোপন সংবাদে চরপক্ষীমারী ইউনিয়নের পোড়ার দোকান এলাকার জহুরুল হকের বাড়ি থেকে ওইসব চালের বস্তা উদ্ধার করে। চাল উদ্ধারের পর থেকে ওই চৌকিদার পলাতক রয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে খাদ্য কর্মকর্তা মামুন হোসেন জানান, উপজেলা প্রশাসনের নির্দেশনায় বিষয়টি নিয়ে তদন্ত শুরু হয়েছে।
আকাশ নিউজ ডেস্ক 



















