ঢাকা ১১:২৭ অপরাহ্ন, সোমবার, ১২ জানুয়ারী ২০২৬, ২৯ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এমপি যদি সৎ হন, ঠিকাদারের বাপের সাধ্য নেই চুরি করার: রুমিন ফারহানা ‘ধর্মের নামে ব্যবসা করে যারা নির্বাচনে জিততে চায়, তারা এ দেশে আর কখনো গ্রহণযোগ্যতা পাবে না’:ফারুক পার্থকে ছেড়ে দিলেন বিএনপির প্রার্থী গোলাম নবী গণহত্যার বিচারে ধরনের কম্প্রোমাইজ নয়: প্রসিকিউটর তামিম স্ত্রীর কোনো স্বর্ণ নেই, তাহেরির আছে ৩১ ভরি স্বর্ণ নির্বাচনে ভোট ডাকাতি যেন আর কখনো না ঘটে, সে ব্যবস্থা করতে হবে : প্রধান উপদেষ্টা ইরানে অর্ধশতাধিক মসজিদ-১৮০ অ্যাম্বুলেন্সে আগুন দিয়েছে বিক্ষোভকারীরা নির্বাচনে ৩০ আসনে লড়বে এনসিপি: আসিফ মাহমুদ নির্বাচন বানচালে দেশবিরোধী শক্তি অপচেষ্টা ও সহিংসতা চালাচ্ছে : মির্জা আব্বাস বিজয় আমাদের হয়েই গেছে, ১২ ফেব্রুয়ারি শুধু আনুষ্ঠানিকতা: নুরুল হক নুর

রোগী সেজে চিকিৎসককে ফোন মাশরাফির, ভিডিও সহ

আকাশ জাতীয় ডেস্ক:

সদ্য পর্দা নেমেছে ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল)। লিজেন্ডস অব রূপগঞ্জকে হারিয়ে টানা দ্বিতীয়বার শিরোপা জিতেছে আবাহনী লিমিটেড। ইতিমধ্যে শুরু হয়েছে বাংলাদেশের বিশ্বকাপ প্রস্তুতি ক্যাম্প। তবে বিশ্বকাপ দলে থাকা লিগে খেলা ক্রিকেটারদের ক্যাম্প থেকে দুই দিনের ছুটি দেয়া হয়েছে। কিন্তু বিশ্রাম নেননি মাশরাফি বিন মুর্তজা।

ছুটি পেয়েই নড়াইলে ছুটেছেন তিনি। পরিবার নয়, নিজের এলাকার উন্নয়নকাজের তদারকিতে সেখানে গেছেন বাংলাদেশ ওয়ানডে অধিনায়ক। সেই তদারকিতে আবির্ভূত হয়েছেন অগ্নিমূর্তি রূপে।

গেল বৃহস্পতিবার হঠাৎ মাশরাফি হাজির হন নড়াইল আধুনিক সদর হাসপাতালে। সেখানে চিকিৎসা নিতে আসা মানুষের কাছে নানা সমস্যার কথা শুনেন। খোঁজখবর নেন আরো অনেক বিষয়ে। দেখতে পান অসংখ্য অসঙ্গতি, নানা অনিয়ম-অব্যবস্থাপনা। তবে তার কাছে সবচেয়ে বেশি দৃষ্টিকটু ঠেকে- পুরো হাসপাতালে একজন চিকিৎসকের দায়িত্ব পালনের দৃশ্য। জানতে পারেন, ছুটি ছাড়াই একজন চিকিৎসক তিনদিন অনুপস্থিত রয়েছেন!

এতে রাগে-ক্ষোভে ফেটে পড়ে মাশরাফি। পরে রোগী সেজে ওই চিকিৎসককে ফোন করেন। তিনি ম্যাশকে রোববার হাসপাতালে এসে চিকিৎসা নিতে বলেন। পরে নিজের পরিচয় দিয়ে মাশরাফি চিকিৎসককে বলেন, এখন যদি হাসপাতালে অপারেশন দরকার হয়, তা হলে সেই রোগী কী করবেন? চুপ করে আছেন কেন? আপনি কি ফাইজলামি করেন? চাকরি করলে নিয়ম মেনেই করবেন। এরপর সেই ডাক্তারকে তার কর্তব্যর কথা স্মরণ করিয়ে দিয়ে দ্রুত কর্মস্থলে ফিরে আসার নির্দেশ দেন তিনি।

মাশরাফির এমন ভূমিকা প্রশংশিত হচ্ছে সর্বমহলে। এ নিয়ে সোশ্যাল মিডিয়া ফেসবুকে বইছে প্রশংসার ঝড়। যে যার মতো করে তাকে প্রশংসায় ভেজাচ্ছেন তারা।

এফ এম আমিরুল ইসলাম স্ট্যাটাসে লিখেছেন, আল্লাহ্ তুমি মাশরাফিকে নেক হায়াত দান করো। নড়াইলের মানুষের পাশে দাড়ানোর মতো কোনো নেতা নড়াইল ৪৮ বছরে পায় নাই, এবার পেয়েছে। তাকে সবরকমের কুনজর থেকে হেফাজত করো।

হিমেল হিমু লিখেছেন, স‍্যালুট,বস মাশরাফি…তোমার মতো সৎ ইচ্ছা যদি বাংলাদেশ সরকারের সব সংসদ সদস্যদের থাকতো তাহলে দেশ থেকে দূর্নীতি নামের অভিশাপ মুছে যেতো।

ফরহাদ বিন লিখেছেন, কালকের ভিডিওতে দেখলাম মাশরাফি হাসপাতালটিতে গিয়ে যে ধরনের পদক্ষেপ নিয়েছে সত্যি অসাধারণ! আমার মনে হয় না এদেশের ইতিহাসে কোনো সাংসদ এরকম সাহসী কাজ করছে!

নাসির উদ্দিন লিখেছেন, সবসময়ই ম্যাশকে ভালোবাসি, খারাপ লেগেছিল যখন তার লোক একতরফা ব্যালটে শিল মেরেছিল। কিন্তু কেউ জোর করে ক্ষমতায় এসেও যদি ভালো কাজ করে তা হলে তার জন্য ভালোবাসার কমতি নেই। সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে নির্বাচিত হয়ে দুর্নীতি করার চেয়ে, জোর করে ক্ষমতায় গিয়ে ভালো কাজ করা, আমাদের জন্য অনেক ভালো।

সাজিদ রহমান লিখেছেন, কিছু ভদ্রলোকের হা হা দিলো, আমাদের দেশের সবচেয়ে মারাত্মক ভাইরাস হচ্ছে এসব হা হা দেয়া প্রাণীগুলাই।

রোমান মাহমুদ লিখেছেন, দেশের সব সংসদীয় আসনে নতুন চিন্তাধারার তরুণ নেতৃত্ব দরকার।

নড়াইলের সুধীসমাজ, সাংবাদিক মহলসহ সব শ্রেণীপেশার মানুষ মাশরাফির এমন কর্মকাণ্ডে সন্তোষ প্রকাশ করে আশাবাদ ব্যক্ত করেছেন, এমনভাবেই যেন এমপি নড়াইলের উন্নয়ন অব্যাহত রাখেন

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

এমপি যদি সৎ হন, ঠিকাদারের বাপের সাধ্য নেই চুরি করার: রুমিন ফারহানা

রোগী সেজে চিকিৎসককে ফোন মাশরাফির, ভিডিও সহ

আপডেট সময় ০৪:১৬:৪৬ অপরাহ্ন, শনিবার, ২৭ এপ্রিল ২০১৯

আকাশ জাতীয় ডেস্ক:

সদ্য পর্দা নেমেছে ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল)। লিজেন্ডস অব রূপগঞ্জকে হারিয়ে টানা দ্বিতীয়বার শিরোপা জিতেছে আবাহনী লিমিটেড। ইতিমধ্যে শুরু হয়েছে বাংলাদেশের বিশ্বকাপ প্রস্তুতি ক্যাম্প। তবে বিশ্বকাপ দলে থাকা লিগে খেলা ক্রিকেটারদের ক্যাম্প থেকে দুই দিনের ছুটি দেয়া হয়েছে। কিন্তু বিশ্রাম নেননি মাশরাফি বিন মুর্তজা।

ছুটি পেয়েই নড়াইলে ছুটেছেন তিনি। পরিবার নয়, নিজের এলাকার উন্নয়নকাজের তদারকিতে সেখানে গেছেন বাংলাদেশ ওয়ানডে অধিনায়ক। সেই তদারকিতে আবির্ভূত হয়েছেন অগ্নিমূর্তি রূপে।

গেল বৃহস্পতিবার হঠাৎ মাশরাফি হাজির হন নড়াইল আধুনিক সদর হাসপাতালে। সেখানে চিকিৎসা নিতে আসা মানুষের কাছে নানা সমস্যার কথা শুনেন। খোঁজখবর নেন আরো অনেক বিষয়ে। দেখতে পান অসংখ্য অসঙ্গতি, নানা অনিয়ম-অব্যবস্থাপনা। তবে তার কাছে সবচেয়ে বেশি দৃষ্টিকটু ঠেকে- পুরো হাসপাতালে একজন চিকিৎসকের দায়িত্ব পালনের দৃশ্য। জানতে পারেন, ছুটি ছাড়াই একজন চিকিৎসক তিনদিন অনুপস্থিত রয়েছেন!

এতে রাগে-ক্ষোভে ফেটে পড়ে মাশরাফি। পরে রোগী সেজে ওই চিকিৎসককে ফোন করেন। তিনি ম্যাশকে রোববার হাসপাতালে এসে চিকিৎসা নিতে বলেন। পরে নিজের পরিচয় দিয়ে মাশরাফি চিকিৎসককে বলেন, এখন যদি হাসপাতালে অপারেশন দরকার হয়, তা হলে সেই রোগী কী করবেন? চুপ করে আছেন কেন? আপনি কি ফাইজলামি করেন? চাকরি করলে নিয়ম মেনেই করবেন। এরপর সেই ডাক্তারকে তার কর্তব্যর কথা স্মরণ করিয়ে দিয়ে দ্রুত কর্মস্থলে ফিরে আসার নির্দেশ দেন তিনি।

মাশরাফির এমন ভূমিকা প্রশংশিত হচ্ছে সর্বমহলে। এ নিয়ে সোশ্যাল মিডিয়া ফেসবুকে বইছে প্রশংসার ঝড়। যে যার মতো করে তাকে প্রশংসায় ভেজাচ্ছেন তারা।

এফ এম আমিরুল ইসলাম স্ট্যাটাসে লিখেছেন, আল্লাহ্ তুমি মাশরাফিকে নেক হায়াত দান করো। নড়াইলের মানুষের পাশে দাড়ানোর মতো কোনো নেতা নড়াইল ৪৮ বছরে পায় নাই, এবার পেয়েছে। তাকে সবরকমের কুনজর থেকে হেফাজত করো।

হিমেল হিমু লিখেছেন, স‍্যালুট,বস মাশরাফি…তোমার মতো সৎ ইচ্ছা যদি বাংলাদেশ সরকারের সব সংসদ সদস্যদের থাকতো তাহলে দেশ থেকে দূর্নীতি নামের অভিশাপ মুছে যেতো।

ফরহাদ বিন লিখেছেন, কালকের ভিডিওতে দেখলাম মাশরাফি হাসপাতালটিতে গিয়ে যে ধরনের পদক্ষেপ নিয়েছে সত্যি অসাধারণ! আমার মনে হয় না এদেশের ইতিহাসে কোনো সাংসদ এরকম সাহসী কাজ করছে!

নাসির উদ্দিন লিখেছেন, সবসময়ই ম্যাশকে ভালোবাসি, খারাপ লেগেছিল যখন তার লোক একতরফা ব্যালটে শিল মেরেছিল। কিন্তু কেউ জোর করে ক্ষমতায় এসেও যদি ভালো কাজ করে তা হলে তার জন্য ভালোবাসার কমতি নেই। সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে নির্বাচিত হয়ে দুর্নীতি করার চেয়ে, জোর করে ক্ষমতায় গিয়ে ভালো কাজ করা, আমাদের জন্য অনেক ভালো।

সাজিদ রহমান লিখেছেন, কিছু ভদ্রলোকের হা হা দিলো, আমাদের দেশের সবচেয়ে মারাত্মক ভাইরাস হচ্ছে এসব হা হা দেয়া প্রাণীগুলাই।

রোমান মাহমুদ লিখেছেন, দেশের সব সংসদীয় আসনে নতুন চিন্তাধারার তরুণ নেতৃত্ব দরকার।

নড়াইলের সুধীসমাজ, সাংবাদিক মহলসহ সব শ্রেণীপেশার মানুষ মাশরাফির এমন কর্মকাণ্ডে সন্তোষ প্রকাশ করে আশাবাদ ব্যক্ত করেছেন, এমনভাবেই যেন এমপি নড়াইলের উন্নয়ন অব্যাহত রাখেন