অাকাশ জাতীয় ডেস্ক:
ময়মনসিংহে শহরের গাঙ্গিনারপাড়ে অটোরিকশা চালক যুবক খুনের অভিযোগে মঙ্গলবার রাতেই দুইজনকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। তাদের বাড়ি জেলার ত্রিশাল উপজেলা ধানীখোলায়।
গ্রেপ্তার দুইজন হচ্ছেন, পিতা মনির হোসেন এবং তার পুত্র আরাফাত রহমান বাবু। শহরের নওমহল নন্দীবাড়ির বাসিন্দা আব্দুল কদ্দুসের পুত্র অটোরিকশা চালক রাব্বীকে (২৮) মঙ্গলবার সন্ধ্যায় প্রকাশ্যে ছুরিকাঘাত করে হত্যা করা হয়।
ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ কামাল আকন্দ জানান, গ্রেপ্তার বাবুর সাথে খুন হওয়া রাব্বীর পূর্ব শত্রুতা ছিলো। এরই জের ধরে তাকে হত্যা করা হয়।
পুলিশের উপপরিদর্শক (এসআই) নাজমুল, মিনহাজ ও পলাশের নেতৃত্বে অভিযান চালিয়ে প্রথমে মনিরকে এবং তার দেয়া তথ্যে তার পুত্র বাবুকে গ্রেপ্তার করা হয়।
আকাশ নিউজ ডেস্ক 



















