আকাশ স্পোর্টস ডেস্ক:
জিনেদিন জিদান দ্রুতই কোচিংয়ে ফিরবেন বলে জানিয়েছেন তার বড় ছেলে এনজো। গত মৌসুমে রিয়াল মাদ্রিদকে টানা তৃতীয় চ্যাম্পিয়ন্স লিগ জিতিয়ে পদত্যাগ করেন জিদান। এরপর কোচিং থেকে দূরেই আছেন ফরাসি কিংবদন্তি।
তবে এনজো জানালেন বিরতিটা খুব দীর্ঘ হবে না। ‘আমরা সবাই জানি বাবা ফুটবল ভালোবাসেন। ভালোবাসেন কোচিং করাতে, খুব সম্ভবত দ্রুতই তিনি সাইডলাইনে ফিরবেন।’
রিয়াল থেকে পদত্যাগ করে অবসর সময়টা জিদান উপভোগ করছেন বলেও জানান এনজো, ‘তিনি এখন বিশ্রামে আছেন। কারণ এটা তার দরকার ছিল।’
জিদানকে ঘিরে কয়েকটি বড় ক্লাবের নাম শোনা যাচ্ছে। এর মধ্যে রয়েছে বায়ার্ন মিউনিখ এবং ম্যানচেস্টার ইউনাইটেডের মতো ক্লাব। ইংলিশ মিডিয়ায় জোর গুঞ্জন, ম্যানইউতে মরিনহোর জায়গায় নাম লেখাতে পারেন তিনি।
জিদান রিয়াল থেকে বেরিয়ে আসার পর রোনাল্ডোও রিয়াল ছেড়ে যোগ দেন জুভেন্টাসে। অনেকেরই ধারণা রোনাল্ডোর ক্লাব ছাড়ার বিষয়টি আগে থেকেই জানতেন জিদান।
কিন্তু এনজো দাবি করছেন, রোনাল্ডোর দলবদল সবার কাছেই অপ্রত্যাশিত ছিল। কেউই এটা আশা করেনি। ব্যক্তিগতভাবে আমিও না।’
আকাশ নিউজ ডেস্ক 



















