অাকাশ জাতীয় ডেস্ক:
শনিবার টঙ্গী ময়দানে ইজতেমা উপলক্ষে মাঠে কর্মরত সাথীদের উপর মাওলানা সাদ অনুসারীদের হামলার বিচার দাবি করে বিক্ষোভ মিছিল করেছে কুমিল্লা জেলার আলমী সুরার সদস্যরা।
রবিবার দুপুরে কুমিল্লা জেলা প্রশাসক কার্যালয়ের সামনে পুলিশ লাইন সড়কে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে তারা। সমাবেশ শেষে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি দেন বিক্ষোভকারীরা।
স্মারকলিপিতে, ঘটনার দিন ইজতেমা মাঠে মাওলানা সাদ অনুসারী ওয়াসিফুল ইসলাম, শাহাবুদ্দিন ও মাওলানা মোশাররফ হোসেনের নির্দেশে এ হামলা চালানো হয় বলে উল্লেখ করা হয়।
আকাশ নিউজ ডেস্ক 



















