অাকাশ স্পোর্টস ডেস্ক:
উপমহাদেশের উইকেটে খেলাকে বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছেন অস্ট্রেলিয়ার ব্যাটসম্যান পিটার হ্যান্ডসকম্ব। আজ রবিবার দুপুরে মিরপুরে বিসিবির প্রেস কনফারেনস রুমে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ শুরুর আগে হ্যান্ডসকম্বের বক্তব্য হলো, ‘উপমহাদেশের উইকেট আমাদের মতো না। তাই এখানে খেলাটা বেশ চ্যালেঞ্জিং। ‘
আসন্ন দুই টেস্টের সিরিজটি বেশ উপভোগ্য হবে বলেও মনে করেন হ্যান্ডসকম্ব। তিনি বলেন, ‘এখানে কন্ডিশনটা আলাদা। তবুও আমরা আশা করছি সিরিজটা বেশ উপভোগ্য হবে। অস্ট্রেলিয়ায় আমরা প্রস্তুতিটা বেশ ভালো করেছি। সেই প্রস্তুতিটা এখানে বেশ কাজে লাগবে বলেই আশা করছি। ‘
বাংলাদেশ সিরিজকে ভারতে খেলার প্রস্তুতি হিসেবে দেখছেন এই অস্ট্রেলিয়ান। তার ভাষায়, ‘এই সিরিজের পরই ভারতের বিপক্ষে আমাদের খেলতে হবে। উপমহাদেশের কন্ডিশন বোঝার জন্য এই সিরিজ আমাদের খুব কাজে দিবে। এই সিরিজের অভিজ্ঞতা আমরা ভারতে কাজে লাগাতে পারব। ‘ অস্ট্রেলিয়ার হয়ে ৮টি টেস্ট খেলেছেন হ্যান্ডসকম্ব। ২টি সেঞ্চুরি ও ৩টি হাফ সেঞ্চুরিতে ৫৯৭ রান করেন তিনি। গড়টাও বেশ ভালো ৫৪.২।
আকাশ নিউজ ডেস্ক 

























