আকাশ স্পোর্টস ডেস্ক:
ঘরের মাঠে বসনিয়া-হার্জেগোভিনাকে হারিয়েছে স্পেন।
টানা দুই হারের পর জয়ের দেখা পেলেন সাবেক বিশ্বচ্যাম্পিয়নরা।
স্পেনের লাসপালমাসে রোববার রাতে প্রীতি ম্যাচে ১-০ গোলে জেতেন ২০১০ সালের বিশ্বকাপ জয়ীরা।
উয়েফা নেশন্স লিগে অক্টোবরে ইংল্যান্ডের কাছে ৩-২ গোলে হারের পর গত সপ্তাহে ক্রোয়েশিয়ার কাছেও একই ব্যবধানে হেরেছিল স্পেন।
ম্যাচের অধিকাংশ সময় বল দখলে রাখা স্পেন প্রথমার্ধে তেমন কোনো সুযোগই তৈরি করতে পারেনি।
এ সময়ে প্রতিপক্ষকে কোনো পরীক্ষায় ফেলতে পারেনি বসনিয়াও।
৭৮তম মিনিটে অবশেষে গোলের দেখা পায় স্পেন। রিয়াল মাদ্রিদ মিডফিল্ডার ইসকোর শট গোলরক্ষক ঠেকালেও বিপদমুক্ত করতে পারেননি।
আলগা বল পেয়ে অনায়াসে বাঁ পায়ের শটে জালে পাঠান অভিষিক্ত সেল্তা ভিগোর ব্রাইস মেন্দেস।
আকাশ নিউজ ডেস্ক 



















