আকাশ স্পোর্টস ডেস্ক:
হারলেই ট্রফি হাতছাড়া। এমন কঠিন সমীকরণের ম্যাচে ৬ উইকেটে জিতেছে পাকিস্তান। এই জয়ে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে (১-১) সমতায় ফিরেছে সরফরাজ আহমেদের নেতৃত্বাধীন ক্রিকেট দল।
দলের এই জয়ে বড় অবদান রেখেছেন শাহীন শাহ আফ্রিদি। বল হাতে ৯ ওভারে ৩৮ রানে ৪ উইকেট নিয়ে ম্যাচ সেরার পুরস্কার জেতেন। এর আগে প্রথম ওয়ানডেতে ৪৬ রানে শিকার করেছেন ৪ উইকেট। সেই ম্যাচে পাকিস্তান হেরে যায় ৪৭ রানে। তার অাগে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে ২০ রানে ৩ উইকটে নিয়ে দলের জয়ে অবদান রেখে ম্যাচ সেরার পুরস্কার জেতন ১৮ বছর বয়সী এই পেসার। সবশেষ তিন ম্যাচে তার শিকার ১১ উইকেট।
শুক্রবার আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাটে করে নিউজিল্যান্ড। এদিন শাহীন শাহ আফ্রিদি এবং হাসান আলীর গতির মুখে পড়ে ৯ উইকেটে ২০৯ রানে গুটিয়ে যায় কেন উইলিয়ামসনের নেতৃত্বাধীন নিউজল্যান্ড।
দলের হয়ে সর্বোচ্চ ৮৬ রান করে অপরাজিত ছিলেন দুর্দান্ত ফর্মে থাকা রস টেইলর। এর আগে প্রথম ওয়ানডেতে ৮০ রান করে দলের জয়ে অবদান রেখেছিলেন তিনি। পাকিস্তানের হয়ে শাহীন শাহ নেন ৪ উইকেট। দুই উইকেট নেন হাসান আলী।
টার্গেট তাড়া করতে নেমে দুর্দান্ত খেলে যায় পাকিস্তান। দলীয় ৫৪ রানে ফার্গুনসনের বাউন্সারে আঘাত পেয়ে মাঠ ছাড়েন ওপেনার ইমাম-উল হক (১৬)। তার বিদায়ের পর তিনে ব্যাটিংয়ে নামা বাবর আজমের সঙ্গে ১০১ রানের জুটি গড়েন ফখর জামান।
সাম্প্রতিক সময়ে অফ ফর্মে ছিলেন ফখর জামান। চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে ভারতের বিপক্ষে সেঞ্চুরি হাঁকিয়ে দলের জয়ে বড় অবদান রাখেন তিনি। এরপর থেকেই আলোচনায় চলে আসেন এই ওপেনার। তবে সাম্প্রতিক সময়ে তিনি ছিলেন অফ ফর্মে।
সবশেষ ছয়টি ওয়ানডেতে তার সংগ্রহ মাত্র ৫৭ রান। টি-টোয়েন্টি ক্রিকেটেও একই অবস্থা। নিজের খেলা শেষ চার ম্যাচে তার সংগ্রহ ৬০ রান। তবে শুক্রবার দলের সিরিজ বাঁচানোর গুরুত্বপূর্ণ ম্যাচে ব্যাট হাতে দুর্দান্ত খেলেন ফখর জামান।
এদিন ক্যারিয়ারের সপ্তম ফিফটি তুলে নিয়ে সেঞ্চুরির পথেই ছিলেন ফখর। ফার্গুনসনের শিকারে পরিণত হওয়ার আগে ৮৮ বলে ১১ চারের সাহায্যে ৮৮ রান করে ফেরেন তিনি। এরপর মাত্র ১ রানের ব্যবধানে ফেরেন বাবর আজম। ফাগুর্নসনের দ্বিতীয় শিকার হওয়ার আগে করেন ৫০ বলে ৪৬ রান।
১০ রান করে ফার্গুনসনের তৃতীয় শিকার শোয়েব মালিক। ১৩ রানে ফেরেন অধিনায়ক সরফরাজ আহমেদ। তবে ২৭ রানে অপরাজিত থেকে নির্ধারিত ওভারের ৫৭ বল আগেই দলের জয়ে নিশ্চিত করে মাঠ ছাড়েন মোহাম্মদ হাফিজ।
আকাশ নিউজ ডেস্ক 
























