অাকাশ জাতীয় ডেস্ক:
দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লা খনিতে কয়লা ও মাটি ধসে এক চীনা শ্রমিক নিহত হয়েছেন। ভূগর্ভে কাজ করার সময় বৃহস্পতিবার ভোর সাড়ে ৪টায় এই দুর্ঘটনা ঘটে। নিহত শ্রমিকের নাম সান জিং সেং। এ ঘটনায় একজন বাংলাদেশি শ্রমিক আহত হন।
শ্রমিকরা জানান, ভোরে ভূগর্ভের ভেতরে কাজ করার সময় হঠাৎ সাপোর্ট খুলে কয়লা ও মাটি ধসে পড়ে। এতে একজন চীনা শ্রমিক নিহত হন। আহত হন একজন বাংলাদেশি শ্রমিক। তাকে খনির নিজস্ব হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বড়পুকুরিয়া কয়লা খনির জনসংযোগ কর্মকর্তা ও উপ-মহাব্যবস্থাপক একেএম বদরুল আলম দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেন।
আকাশ নিউজ ডেস্ক 



















