অাকাশ জাতীয় ডেস্ক:
বন্যার পানি নেমে গেলে রাস্তা ও অন্যান্য অবকাঠামো সংস্কারের কাজ শুরু হবে। যাদের বাড়ি-ঘর ভেঙে গেছে তাদের স্থাপনা ফিরিয়ে দেয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার দিনাজপুর জেলাস্কুল মাঠে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের সার্বিক সহায়তা দেয়া হবে। এর আগে সকাল সাড়ে ১০টার পর প্রধানমন্ত্রী হেলিকপ্টারে করে দিনাজপুর গোর-এ শহীদ বড় ময়দানে অবতরণ করেন। বেলা ১১টায় দিনাজপুর জিলা স্কুল আশ্রয় কেন্দ্রে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরন করেন।
এরপর প্রধানমন্ত্রী বিরল উপজেলার তেঘরা হাইস্কুল আশ্রয় কেন্দ্রে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করবেন। নামাজ ও মধ্যাহ্ন বিরতি শেষে প্রধানমন্ত্রী কুড়িগ্রামের উদ্দেশে দিনাজপুর ত্যাগ করবেন।
আকাশ নিউজ ডেস্ক 



















