ঢাকা ০৮:২৮ পূর্বাহ্ন, সোমবার, ১২ জানুয়ারী ২০২৬, ২৯ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ট্রাম্পের হুঁশিয়ারির পাল্টা জবাব দিলেন কিউবার প্রেসিডেন্ট বনশ্রীতে স্কুলছাত্রী খুন,পুলিশের সন্দেহের তালিকায় পলাতক রেস্তোরাঁ কর্মী স্বৈরাচারের লোকেরা নির্বাচন ভণ্ডুলের চেষ্টা করবে: ড. মুহাম্মদ ইউনূস গাজীপুরে নবজাতকের লাশ নিয়ে কুকুরের টানাহ্যাঁচড়া, উদ্ধার করল পুলিশ ধর্মকে পুঁজি করে মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে, ধোঁকা দেওয়া হচ্ছে : খায়রুল কবির খোকন দলে বড় নাম থাকলেও জেতার জন্য সবাইকে আরও দায়িত্ব নিতে হবে: সোহান ২৫ জন বাংলাদেশিকে ক্ষমা করল আমিরাত দেশের ভবিষ্যত গড়ার জন্য গণভোটে ‘হ্যাঁ’ জয় নিশ্চিত করতে হবে : চরমোনাই পীর ব্যালটবাক্স ভরে কোনো নির্দিষ্ট প্রতীকের জয়ের সুযোগ নেই: রুমিন ফারহানা এইচএসসি পাসে নিউরো মেডিসিন বিশেষজ্ঞ , রোগী দেখেন দুই জেলায়

হাজীগঞ্জে ১৮ ঘর পুড়ে ছাই

অাকাশ জাতীয় ডেস্ক: 

চাঁদপুরের হাজীগঞ্জে অগ্নিকাণ্ডে ১২ পরিবারের ১৮টি ঘর পুড়ে ছাই হয়ে গেছে।

রোববার রাতে উপজেলার পশ্চিম কালচোঁ গ্রামের পূর্বপাড়া বেপারিবাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে প্রায় কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্তদের।

এ ঘটনায় দমকল বাহিনীর এক সদস্যসহ কয়েকজন আহত হয়েছেন বলে দমকল বাহিনী সূত্রে জানা গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে বেপারিবাড়িতে আগুনের লেলিহান শিখা দেখা যায়। বাড়ির অধিকাংশ ঘরে আগুন দাউ দাউ করে জ্বলছিল।

এ সময় স্থানীয়রা আগুন নেভাতে চেষ্টা চালায় ও দমকল বাহিনীকে খবর দেয়া হয়।

ক্ষতিগ্রস্ত পরিবারগুলো হল- আ. রশিদ বেপারি, বাবুল বেপারি, নূরুল আমিন বেপারি, মজিবুর রহমান বেপারি, মনির হোসেন বেপারি, সেলিম বেপারি, রফিকুল ইসলাম বেপারি, জহির বেপারি, হান্নান বেপারি, তাজুল ইসলাম বেপারি, জিতু মিয়া বেপারি ও মফিজুর রহমান বেপারি।

হাজীগঞ্জ দমকল বাহিনীর সদস্য মোতালেব তালুকদার জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পুলিশ ও স্থানীয়দের সহযোগিতায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে বলা যাচ্ছে না। এখনও আমরা ঘটনাস্থলে রয়েছি। তবে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে অগ্নিকাণ্ডে সূত্রপাত হয়েছে।

হাজীগঞ্জ থানার ওসি মো. আলমগীর হোসেন যুগান্তরকে জানান, বৈদ্যুতিক শর্টসার্কিটে আগুনের সূত্রপাত হয়েছে। বাড়িটি ঘনবসতি হওয়ায় ছোট-বড় ১৮টি ঘর পুড়ে গেছে। এতে ৭০-৮০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা বৈশাখী বড়ুয়া বলেন, সোমবার ভোরে আমি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য শুকনো খাবারসহ প্রয়োজনী জিনিসপত্র দিয়ে আসব।

অতিরিক্ত পুলিশ সুপার (হাজীগঞ্জ সার্কেল) আফজাল হোসেন যুগান্তরকে জানান, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে জানা গেছে। এ ঘটনায় ১২ পরিবারের প্রায় কোটি টাকার ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

আর ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর নিরাপত্তায় রাতে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ট্রাম্পের হুঁশিয়ারির পাল্টা জবাব দিলেন কিউবার প্রেসিডেন্ট

হাজীগঞ্জে ১৮ ঘর পুড়ে ছাই

আপডেট সময় ০২:২৩:১৩ অপরাহ্ন, সোমবার, ৫ নভেম্বর ২০১৮

অাকাশ জাতীয় ডেস্ক: 

চাঁদপুরের হাজীগঞ্জে অগ্নিকাণ্ডে ১২ পরিবারের ১৮টি ঘর পুড়ে ছাই হয়ে গেছে।

রোববার রাতে উপজেলার পশ্চিম কালচোঁ গ্রামের পূর্বপাড়া বেপারিবাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে প্রায় কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্তদের।

এ ঘটনায় দমকল বাহিনীর এক সদস্যসহ কয়েকজন আহত হয়েছেন বলে দমকল বাহিনী সূত্রে জানা গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে বেপারিবাড়িতে আগুনের লেলিহান শিখা দেখা যায়। বাড়ির অধিকাংশ ঘরে আগুন দাউ দাউ করে জ্বলছিল।

এ সময় স্থানীয়রা আগুন নেভাতে চেষ্টা চালায় ও দমকল বাহিনীকে খবর দেয়া হয়।

ক্ষতিগ্রস্ত পরিবারগুলো হল- আ. রশিদ বেপারি, বাবুল বেপারি, নূরুল আমিন বেপারি, মজিবুর রহমান বেপারি, মনির হোসেন বেপারি, সেলিম বেপারি, রফিকুল ইসলাম বেপারি, জহির বেপারি, হান্নান বেপারি, তাজুল ইসলাম বেপারি, জিতু মিয়া বেপারি ও মফিজুর রহমান বেপারি।

হাজীগঞ্জ দমকল বাহিনীর সদস্য মোতালেব তালুকদার জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পুলিশ ও স্থানীয়দের সহযোগিতায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে বলা যাচ্ছে না। এখনও আমরা ঘটনাস্থলে রয়েছি। তবে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে অগ্নিকাণ্ডে সূত্রপাত হয়েছে।

হাজীগঞ্জ থানার ওসি মো. আলমগীর হোসেন যুগান্তরকে জানান, বৈদ্যুতিক শর্টসার্কিটে আগুনের সূত্রপাত হয়েছে। বাড়িটি ঘনবসতি হওয়ায় ছোট-বড় ১৮টি ঘর পুড়ে গেছে। এতে ৭০-৮০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা বৈশাখী বড়ুয়া বলেন, সোমবার ভোরে আমি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য শুকনো খাবারসহ প্রয়োজনী জিনিসপত্র দিয়ে আসব।

অতিরিক্ত পুলিশ সুপার (হাজীগঞ্জ সার্কেল) আফজাল হোসেন যুগান্তরকে জানান, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে জানা গেছে। এ ঘটনায় ১২ পরিবারের প্রায় কোটি টাকার ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

আর ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর নিরাপত্তায় রাতে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।