আকাশ স্পোর্টস ডেস্ক:
আফ্রিকার ‘অদম্য সিংহ’ খ্যাত ক্যামেরুনের বিপক্ষে চলতি বছরে শেষবারের মতো মাঠে নামবে ব্রাজিল ফুটবল দল। আগামী ২০ নভেম্বর লন্ডনে মাঠে গড়াবে ম্যাচটি। বৃহস্পতিবার বিষয়টি নিশ্চিত করেছে দেশটির ফুটবল ফেডারেশন।
ব্রাজিল-ক্যামেরুন সর্বশেষ মুখোমুখি হয়েছিল চার বছর আগে ২০১৪ বিশ্বকাপের গ্রুপ পর্বে। ওই ম্যাচে নেইমারের জোড়া গোলে ৪-১ ব্যবধানে আফ্রিকা জায়ান্টদের উড়িয়ে দেয় সেলেকাওরা।ক্যামেরুনের বিপক্ষে ম্যাচের আগে ১৬ নভেম্বর দুইবারের বিশ্বচ্যাম্পিয়ন উরুগুয়ের মোকাবেলা করবে ব্রাজিল।আজ কোচ তিতে দল ঘোষণা করবেন।
রাশিয়া বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল থেকে ছিটকে যাওয়ার পর চারটি প্রীতি ম্যাচ খেলে সবকটিতেই জিতেছে ব্রাজিল। মার্কিন যুক্তরাষ্ট্র, এল সালভাদর আর সৌদি আরবের বিপক্ষে জয়ের পর সর্বশেষ চিরপ্রতিদ্বন্দ্বি আর্জেন্টিনাকেও হারিয়েছে পাঁচবারের চ্যাম্পিয়নরা।
আকাশ নিউজ ডেস্ক 

























