ঢাকা ০৩:২১ অপরাহ্ন, শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ৩ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

ফতুল্লায় বিদ্যুৎস্পর্শে বিসিক কর্মচারীর মৃত্যু, শ্রমিকদের বিক্ষোভে আহত ১০

অাকাশ জাতীয় ডেস্ক:

নারায়ণগঞ্জের ফতুল্লায় বিসিক শিল্প নগরীতে একটি রফতানিমুখী পোশাক কারখানায় জাকিউল ইসলাম নামের এক কর্মচারীর বিদ্যুৎস্পর্শে মৃত্যু হয়েছে।

বুধবার সকালে এ ঘটনার প্রতিবাদে বিক্ষুব্ধ শ্রমিকরা বেশ কয়েকটি কারখানায় ব্যাপক ভাঙচুর করেছে। শ্রমিকরা প্রায় দুই ঘণ্টা বিসিকে বিক্ষোভ করে ইটপাটকেল ছোড়ে। এতে অন্তত ১০ জন শ্রমিক আহত হয়। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী শ্রমিকরা জানায়, সদর উপজেলার ফতুল্লা থানার বিসিক শিল্প নগরীতে অবস্থিত ফেইম এ্যাপারেলস লিমিটেড নামের একটি রফতানিমুখী পোশাক কারখানার সুপারভাইজার সামিউল সকাল ৮টায় কাজে যোগদান করেন। সকাল ১০টায় ডিউটি চলাকালীন সময়ে তিনি বিদ্যুতায়িত হন। এ অবস্থায় তাকে নারায়ণগঞ্জ শহরের খানপুরে ৩০০ শয্যাবিশিষ্ট হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।

এ খবর কারখানায় ছড়িয়ে পড়লে শ্রমিকরা কাজ বন্ধ করে কারখানায় বিক্ষোভ শুরু করে ভাঙচুর চালায়। পরে এ বিক্ষোভ পুরো বিসিক শিল্প নগরীতে ছড়িয়ে পড়ে। ক্ষতিপূরণের দাবিতে এসময় বিক্ষুব্ধ শ্রমিকরা বিসিকের প্রধান তিনটি ফটক বন্ধ করে দিয়ে ৭-৮টি পোশাক কারখানায় ইটপাটকেল নিক্ষেপ করে ভাঙচুর চালায়।

কারখানার বিভিন্ন আসবাবপত্র ভাঙচুর করে বাইরে এনে সেগুলোতে আগুন ধরিয়ে দেয়। শ্রমিকদের নিক্ষিপ্ত ইটপাটকেলে বিভিন্ন কারখানার ১০ জন শ্রমিক আহত হন। আহতদের নারায়ণগঞ্জ শহরের খানপুরে ৩০০ শয্যাবিশিষ্ট হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে। খবর পেয়ে শিল্প পলিশ ও ফতুল্লা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিক্ষুব্ধ শ্রমিক ও মালিকপক্ষের সঙ্গে আলোচনা করে শ্রমিকদের শান্ত করে।

ফতুল্লা মডেল থানার ওসি শাহ মো. মঞ্জুর কাদের জানান, কারখানার মালিকপক্ষের সঙ্গে আলোচনা করে নিহত শ্রমিকের পরিবারকে ক্ষতি পূরণের আশ্বাস দিলে শ্রমিকরা শান্ত হয়। বিসিকে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে জানান তিনি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফতুল্লায় বিদ্যুৎস্পর্শে বিসিক কর্মচারীর মৃত্যু, শ্রমিকদের বিক্ষোভে আহত ১০

আপডেট সময় ০৮:২৪:২৩ অপরাহ্ন, বুধবার, ২৪ অক্টোবর ২০১৮

অাকাশ জাতীয় ডেস্ক:

নারায়ণগঞ্জের ফতুল্লায় বিসিক শিল্প নগরীতে একটি রফতানিমুখী পোশাক কারখানায় জাকিউল ইসলাম নামের এক কর্মচারীর বিদ্যুৎস্পর্শে মৃত্যু হয়েছে।

বুধবার সকালে এ ঘটনার প্রতিবাদে বিক্ষুব্ধ শ্রমিকরা বেশ কয়েকটি কারখানায় ব্যাপক ভাঙচুর করেছে। শ্রমিকরা প্রায় দুই ঘণ্টা বিসিকে বিক্ষোভ করে ইটপাটকেল ছোড়ে। এতে অন্তত ১০ জন শ্রমিক আহত হয়। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী শ্রমিকরা জানায়, সদর উপজেলার ফতুল্লা থানার বিসিক শিল্প নগরীতে অবস্থিত ফেইম এ্যাপারেলস লিমিটেড নামের একটি রফতানিমুখী পোশাক কারখানার সুপারভাইজার সামিউল সকাল ৮টায় কাজে যোগদান করেন। সকাল ১০টায় ডিউটি চলাকালীন সময়ে তিনি বিদ্যুতায়িত হন। এ অবস্থায় তাকে নারায়ণগঞ্জ শহরের খানপুরে ৩০০ শয্যাবিশিষ্ট হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।

এ খবর কারখানায় ছড়িয়ে পড়লে শ্রমিকরা কাজ বন্ধ করে কারখানায় বিক্ষোভ শুরু করে ভাঙচুর চালায়। পরে এ বিক্ষোভ পুরো বিসিক শিল্প নগরীতে ছড়িয়ে পড়ে। ক্ষতিপূরণের দাবিতে এসময় বিক্ষুব্ধ শ্রমিকরা বিসিকের প্রধান তিনটি ফটক বন্ধ করে দিয়ে ৭-৮টি পোশাক কারখানায় ইটপাটকেল নিক্ষেপ করে ভাঙচুর চালায়।

কারখানার বিভিন্ন আসবাবপত্র ভাঙচুর করে বাইরে এনে সেগুলোতে আগুন ধরিয়ে দেয়। শ্রমিকদের নিক্ষিপ্ত ইটপাটকেলে বিভিন্ন কারখানার ১০ জন শ্রমিক আহত হন। আহতদের নারায়ণগঞ্জ শহরের খানপুরে ৩০০ শয্যাবিশিষ্ট হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে। খবর পেয়ে শিল্প পলিশ ও ফতুল্লা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিক্ষুব্ধ শ্রমিক ও মালিকপক্ষের সঙ্গে আলোচনা করে শ্রমিকদের শান্ত করে।

ফতুল্লা মডেল থানার ওসি শাহ মো. মঞ্জুর কাদের জানান, কারখানার মালিকপক্ষের সঙ্গে আলোচনা করে নিহত শ্রমিকের পরিবারকে ক্ষতি পূরণের আশ্বাস দিলে শ্রমিকরা শান্ত হয়। বিসিকে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে জানান তিনি।