ঢাকা ০৭:৫৫ অপরাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ৪ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কালি নয়, জুলাই জাতীয় সনদ ‘রক্ত ও প্রাণের বিনিময়ে’ লেখা হয়েছে : আলী রীয়াজ প্রার্থিতা প্রত্যাহার করলেন লুৎফুজ্জামান বাবরের স্ত্রী ওসমানী মেডিকেলে ইন্টার্ন চিকিৎসকের ওপর হামলা, চলছে কর্মবিরতি নির্বাচন ব্যর্থ হলে শুধু সরকার নয়, পুরো দেশবাসীকেই এর ভয়াবহ খেসারত দিতে হবে : দুদু আন্দোলনের সুফল একটি দলের ঘরে নেওয়ার চেষ্টা বিফলে যাবে : ডা. জাহিদ ঢাকাকে হারিয়ে প্লে-অফ নিশ্চিত করল রংপুর রাইডার্স খালেদা জিয়ার আদর্শই হবে আগামীর চালিকাশক্তি : খন্দকার মোশাররফ হাসনাত আব্দুল্লাহর আসনে বিএনপি প্রার্থীর মনোনয়ন বাতিল ময়মনসিংহের ধোবাউড়ায় স্বতন্ত্র প্রার্থীর সমর্থককে ছুরিকাঘাতে হত্যা কৌশলের অজুহাতে বিএনপি কোনো গোপন বেশ ধারণ করেনি: তারেক রহমান

এখনো আঙুলে ব্যথা আছে মাশরাফির

আকাশ স্পোর্টস ডেস্ক:

এশিয়া কাপের অঘোষিত সেমিফাইনালে পাকিস্তানের বিপক্ষে শোয়েব মালিকের দুর্দান্ত ক্যাচ ধরেন মাশরাফি বিন মুর্তজা। রুবেল হোসেনের বলে শর্ট মিড উইকেটে শরীর শূন্যে ভাসিয়ে অবিশ্বাস্য ক্ষিপ্রতায় তা লুফে নেন তিনি।

সুপারম্যানের মতো ক্যাচটি নেয়ার পর বাঁহাতে বলটি উঁচিয়ে ধরে মূর্তির ন্যায় দাঁড়িয়ে দর্শনীয় উদযাপন করেন ম্যাশ। আঙুলে প্রচন্ড ব্যথা অনুভূত হলে মাঠ ছাড়েন অধিনায়ক। পরে ব্যান্ডেজ বেঁধে ফের মাঠে নামেন নড়াইল এক্সপ্রেস।

শেষ পর্যন্ত মাশরাফির হার না মানা নেতৃত্বে অনবদ্য জয় তুলে নেয় বাংলাদেশ। পায় ফাইনালের টিকিট। তখনো ব্যথা ছিল তার। তবে তা নিয়েই ফাইনালে ভারতের বিপক্ষে খেলেন তিনি। তবে নাটকীয় হারে আবারো স্বপ্নভঙ্গ হয় টাইগারদের।

সেই আঙুলটা পুরোপুরি ঠিক হয়নি মাশরাফির। এশিয়া কাপ শেষে তিন সপ্তাহ পেরিয়ে গেলেও ব্যথা এখনো আছে। এমন অবস্থা নিয়েই জিম্বাবুয়ের বিপক্ষে খেলবেন তিনি। প্রস্তুতিও শুরু করে দিয়েছেন।

এশীয় শ্রেষ্ঠত্বের লড়াইয়ের পর মাশরাফি প্রথম বল হাতে নেন গেল বুধবার। ওই দিন মিরপুর স্টেডিয়ামে অনুশীলনে তিন ওভার বল করেন তিনি। পরের দিন বৃহস্পতিবার করেন আরও চার ওভার। তা শেষে আঙুলে ব্যথার ব্যাপারে জানতে চাইলে বিষয়টিকে একরকম উড়িয়ে দেন বাংলাদেশ দলপতি, ব্যথা আছে; তবে তা সিরিজের পর দেখা যাবে।

আঙুলে চিড়ও ধরে থাকতে পারে মাশরাফির। কিন্তু এখনো চিকিৎসা নেননি। এ অবস্থাতেই নেমে পড়বেন প্রতিযোগিতামূলক আন্তর্জাতিক ম্যাচে। সিরিজ শেষে ব্যাংককে গিয়ে চিকিৎসা করার কথা ভাবছেন তিনি।

২৬ অক্টোবর জিম্বাবুয়ের বিপক্ষে শেষ হবে ওয়ানডে সিরিজ। এরপর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে খেলা রয়েছে। এর মাঝে প্রায় দেড় মাস ছুটি পাবেন মাশরাফি। এসময়েই আঙুলের চিকিৎসা করাবেন এ লড়াকু সৈনিক।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সালমানের পর বিষ্ণোই গ্যাংয়ের টার্গেটে আরেক জনপ্রিয় সংগীতশিল্পী

এখনো আঙুলে ব্যথা আছে মাশরাফির

আপডেট সময় ০৫:১২:০০ অপরাহ্ন, শুক্রবার, ১৯ অক্টোবর ২০১৮

আকাশ স্পোর্টস ডেস্ক:

এশিয়া কাপের অঘোষিত সেমিফাইনালে পাকিস্তানের বিপক্ষে শোয়েব মালিকের দুর্দান্ত ক্যাচ ধরেন মাশরাফি বিন মুর্তজা। রুবেল হোসেনের বলে শর্ট মিড উইকেটে শরীর শূন্যে ভাসিয়ে অবিশ্বাস্য ক্ষিপ্রতায় তা লুফে নেন তিনি।

সুপারম্যানের মতো ক্যাচটি নেয়ার পর বাঁহাতে বলটি উঁচিয়ে ধরে মূর্তির ন্যায় দাঁড়িয়ে দর্শনীয় উদযাপন করেন ম্যাশ। আঙুলে প্রচন্ড ব্যথা অনুভূত হলে মাঠ ছাড়েন অধিনায়ক। পরে ব্যান্ডেজ বেঁধে ফের মাঠে নামেন নড়াইল এক্সপ্রেস।

শেষ পর্যন্ত মাশরাফির হার না মানা নেতৃত্বে অনবদ্য জয় তুলে নেয় বাংলাদেশ। পায় ফাইনালের টিকিট। তখনো ব্যথা ছিল তার। তবে তা নিয়েই ফাইনালে ভারতের বিপক্ষে খেলেন তিনি। তবে নাটকীয় হারে আবারো স্বপ্নভঙ্গ হয় টাইগারদের।

সেই আঙুলটা পুরোপুরি ঠিক হয়নি মাশরাফির। এশিয়া কাপ শেষে তিন সপ্তাহ পেরিয়ে গেলেও ব্যথা এখনো আছে। এমন অবস্থা নিয়েই জিম্বাবুয়ের বিপক্ষে খেলবেন তিনি। প্রস্তুতিও শুরু করে দিয়েছেন।

এশীয় শ্রেষ্ঠত্বের লড়াইয়ের পর মাশরাফি প্রথম বল হাতে নেন গেল বুধবার। ওই দিন মিরপুর স্টেডিয়ামে অনুশীলনে তিন ওভার বল করেন তিনি। পরের দিন বৃহস্পতিবার করেন আরও চার ওভার। তা শেষে আঙুলে ব্যথার ব্যাপারে জানতে চাইলে বিষয়টিকে একরকম উড়িয়ে দেন বাংলাদেশ দলপতি, ব্যথা আছে; তবে তা সিরিজের পর দেখা যাবে।

আঙুলে চিড়ও ধরে থাকতে পারে মাশরাফির। কিন্তু এখনো চিকিৎসা নেননি। এ অবস্থাতেই নেমে পড়বেন প্রতিযোগিতামূলক আন্তর্জাতিক ম্যাচে। সিরিজ শেষে ব্যাংককে গিয়ে চিকিৎসা করার কথা ভাবছেন তিনি।

২৬ অক্টোবর জিম্বাবুয়ের বিপক্ষে শেষ হবে ওয়ানডে সিরিজ। এরপর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে খেলা রয়েছে। এর মাঝে প্রায় দেড় মাস ছুটি পাবেন মাশরাফি। এসময়েই আঙুলের চিকিৎসা করাবেন এ লড়াকু সৈনিক।