আকাশ স্পোর্টস ডেস্ক:
ফর্মের তুঙ্গে লাসিথ মালিঙ্গা। শনিবার ইংল্যান্ডের বিপক্ষে ৪৪ রানে শিকার করেছেন ৫ উইকেট। তার দারুণ বোলিংয়ের পরও শ্রীলংকা ডিএল মেথডে ৩১ রানে হেরে যায়।
ইংলিশদের ৫ উইকেট শিকারের মধ্য দিয়ে ৩৫ বছর বয়সী এই পেসার ছাড়িয়ে যান অস্ট্রেলিয়ার কিংবদন্তি পেসার গ্লেন ম্যাকগ্রাকে।
শনিবার ওয়ানডে ক্যারিয়ারে অষ্টমবারের মতো ৫ উইকেট শিকার করেন মালিঙ্গা। এর আগে ৭ বার করে ৫ উইকেট নিয়ে যৌথভাবে পঞ্চম স্থানে ছিলেন মালিঙ্গা ও ম্যাকগ্রা। এবার ম্যাকগ্রাকে ছাড়িয়ে গেলেন এই লঙ্কান ডানহাতি পেসার।
ওয়ানডে ক্যারিয়ারে ১৩ বার ৫ উইকেট শিকার করে সবার ওপরে আছেন পাকিস্তানের কিংবদন্তি পেস বোলার ওয়াকার ইউনুস। ১০ বার পাঁচ উইকেট নিয়ে দ্বিতীয় অবস্থানে আছেন শ্রীলংকান সাবেক তারকা স্পিনার মুত্তিয়া মুরালিধরান। ৯ বার করে ৫ উইকেট শিকার করেছেন অস্ট্রেলিয়ান তারকা পেসার ব্রেট লি ও পাকিস্তানের বুমবুম খ্যাত শহীদ আফ্রিদি।
শনিবার ডাম্বুলার রনগিরি স্টেডিয়ামে ইংল্যান্ডের বিপক্ষে ৫ ম্যাচ ওয়ানডে সিরিজের দ্বিতীয় খেলায় মালিঙ্গা একে একে তুলে নেন জেসন রয়, ইয়ন মরগান, মইন আলী, ক্রিস ওকস ও লিয়াম ডসনের উইকেট।
সবশেষ ২০১৪ সালের মার্চে ঢাকায় এশিয়া কাপের ফাইনালে ৫৬ রানে পাকিস্তানের ৫ উইকেট শিকার করেছিলেন তিনি। সেদিন তার বিধ্বংসী বোলিংয়ে এশিয়া কাপের শিরোপা জিতে নেয় শ্রীলংকা। ম্যাচসেরার পুরস্কার জিতেন মালিঙ্গা।
গত বছর হাথুরুসিংহে শ্রীলংকা দলের প্রধান কোচের দায়িত্ব নেয়ার পর দল থেকে বাদ পড়ে যান মালিঙ্গা। লংকান এই তারকা পেস বোলার নিজের ক্যারিয়ারের শেষ দেখছিলেন। তবে এক বছর পর দলে ফিরেই বিশ্বের তারকা ব্যাটসম্যানদের চোখ রাঙাচ্ছেন এ পেসার।
আকাশ নিউজ ডেস্ক 

























