অাকাশ জাতীয় ডেস্ক:
তৈরি পোশাক রফতানির ক্ষেত্রে শ্রীলঙ্কার সমুদ্রবন্দর ব্যবহারে আগ্রহ প্রকাশ করেছে পোশাক মালিকদের সংগঠন বিজিএমইএ।
এতে একদিকে খরচ কমবে অন্যদিকে স্বল্প সময়ে পোশাক রফতানি করা যাবে। মূলত শ্রীলঙ্কার দেয়া প্রস্তাবের ভিত্তিতে এ বিষয়ে চিন্তা-ভাবনা করা হচ্ছে।
বৃহস্পতিবার কারওয়ান বাজারে বিজিএমইএ ভবনে সংগঠনটির নেতাদের সঙ্গে বৈঠক করে শ্রীলঙ্কার ব্যবসায়ী প্রতিনিধি দল। সেখানে এ বিষয়ে আলোচনা হয়।
প্রতিনিধি দলের নেতৃত্ব দেন শ্রীলঙ্কার উন্নয়ন কৌশল ও আন্তর্জাতিক বাণিজ্যবিষয়কমন্ত্রী মালিক সামারাবিক্রমা। এরপর সংবাদ সম্মেলনে শ্রীলঙ্কার বন্দর ব্যবহারে আগ্রহের কথা জানান বিজিএমইএ সভাপতি সিদ্দিকুর রহমান।
সংবাদ সম্মেলনে বিজিএমইএ সভাপতি সিদ্দিকুর রহমান বলেন, দুই দেশের মধ্যে কয়েকটি বিষয় নিয়ে আলোচনা হয়েছে। একটি হচ্ছে, পোশাক পণ্য রফতানির ক্ষেত্রে শ্রীলঙ্কার বন্দর ব্যবহার।
এটি হলে লিড টাইম (পণ্য পরিবহনের সময়) কম লাগবে, খরচ কমবে। দ্বিতীয়ত হচ্ছে, শ্রীলঙ্কা থেকে বাংলাদেশের তৈরি পোশাক রফতানি করা। দুটি প্রস্তাব পর্যালোচনা করতে একটি কমিটি করা হবে।
তিনি বলেন, শ্রীলঙ্কার অনেকগুলো সমুদ্র পোর্ট আছে।
আকাশ নিউজ ডেস্ক 

























