আকাশ স্পোর্টস ডেস্ক:
কিলিয়ান এমবাপ্পে-জাদুতে উড়ে গেছে লিওঁ। তার একক নৈপুণ্যে দলটিকে ৫-০ গোলে বিধ্বস্ত করেছে পিএসজি। প্রতিপক্ষের জালে একাই জড়িয়েছেন এক হালি গোল। বাকি গোলটি করেছেন নেইমার। তাতেও ছিল ১৯ বছরের বিস্ময়ের ছোঁয়া।
কোনো শিষ্যের এমন পারফরম্যান্সে স্বাভাবিকভাবেই সন্তুষ্ট হওয়ার কথা কোচের। ব্যতিক্রম নন থমাস টুখেলও। এমবাপ্পের চোখধাঁধানো পারফরম্যান্সে খুশি তিনি। তার মতে, এ ম্যাচে ৭ গোল করতে পারত সে।
আগের ম্যাচে চ্যাম্পিয়নস লিগে বেলগ্রেডের মুখোমুখি হয়েছিল পিএসজি। সার্বিয়ান দলটিকে ৬-১ গোলে উড়িয়ে দেয়ার খেলায় হ্যাটট্রিক করেছিলেন নেইমার। জাল খুঁজে পেয়েছিলেন এডিনসন কাভানি ও অ্যাঞ্জেল ডি মারিয়া। তবে গোলবঞ্চিত থাকেন এমবাপ্পে। এক ম্যাচের ব্যবধানেই চেনা ছন্দে ফরাসি তারকা।
ম্যাচশেষে টুখেল বলেন, বেলগ্রেডের বিপক্ষে এমবাপ্পের ভাগ্য ভালো ছিল না। পরে সে প্রশিক্ষণে তীব্র মনোযোগ দেয়। গেল দুদিন হাড়ভাঙা পরিশ্রম করেছে ও। লিওঁর বিপক্ষে নিজেকে উজাড় করে দিয়েছে এ তরুণ, ফলও পেয়েছে। সে ৪ নয়; ৫, ৬ কিংবা ৭ গোল করতে পারত। তার পারফরম্যান্সে আমি সন্তুষ্ট।
এমবাপ্পে লিওঁকে গোলবন্যায় ভাসালেও প্রতিপক্ষের জালে গোলোৎসবের শুরুটা হয়েছিল নেইমার দিয়ে। পিএসজি কোচ মনে করেন, এমবাপ্পে অসাধারণ খেলোয়াড়। নেইমারের সঙ্গে সে সবসময় বিপক্ষ দলের জন্য ত্রাস।
লিওঁর বিপক্ষে ৪ গোল করার পথে অনন্য রেকর্ড গড়েছেন এমবাপ্পে। মাত্র ১৩ মিনিটের ব্যবধানে (৬১-৭৪ মিনিট) প্রতিপক্ষের গোলপোস্টে এসব গোল দিয়েছেন তিনি। ফরাসি লিগ ওয়ানে এটি দ্রুততম এক হালি গোলের রেকর্ড। গেল ৪৫ বছরে এ নজির কারও নেই। এ রকম অর্জনে শিষ্যকে অভিনন্দন জানিয়েছেন গুরু টুখেল।
আকাশ নিউজ ডেস্ক 

























