ঢাকা ০৭:৫৫ অপরাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ৪ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কালি নয়, জুলাই জাতীয় সনদ ‘রক্ত ও প্রাণের বিনিময়ে’ লেখা হয়েছে : আলী রীয়াজ প্রার্থিতা প্রত্যাহার করলেন লুৎফুজ্জামান বাবরের স্ত্রী ওসমানী মেডিকেলে ইন্টার্ন চিকিৎসকের ওপর হামলা, চলছে কর্মবিরতি নির্বাচন ব্যর্থ হলে শুধু সরকার নয়, পুরো দেশবাসীকেই এর ভয়াবহ খেসারত দিতে হবে : দুদু আন্দোলনের সুফল একটি দলের ঘরে নেওয়ার চেষ্টা বিফলে যাবে : ডা. জাহিদ ঢাকাকে হারিয়ে প্লে-অফ নিশ্চিত করল রংপুর রাইডার্স খালেদা জিয়ার আদর্শই হবে আগামীর চালিকাশক্তি : খন্দকার মোশাররফ হাসনাত আব্দুল্লাহর আসনে বিএনপি প্রার্থীর মনোনয়ন বাতিল ময়মনসিংহের ধোবাউড়ায় স্বতন্ত্র প্রার্থীর সমর্থককে ছুরিকাঘাতে হত্যা কৌশলের অজুহাতে বিএনপি কোনো গোপন বেশ ধারণ করেনি: তারেক রহমান

আইপিএল ক্যারিবিয়ান ক্রিকেটকে ধ্বংস করছে

আকাশ স্পোর্টস ডেস্ক:

আইপিএলসহ বিভিন্ন দেশের টি-টোয়েন্টি ফ্রাঞ্চাইজি লিগে দাপিয়ে বেড়ান ক্যারিবিয়ান ক্রিকেটাররা। অথচ দেশের ক্রিকেটে তাদের নাজেহাল অবস্থা। এর পেছনে মূল কারণ আইপিএল। এমনটি বলছেন ওয়েস্ট ইন্ডিজের সাবেক অধিনায়ক কার্ল হুপার।

ভারতীয় সংবাদ মাধ্যমকে দেয়া এক সাক্ষাৎকারে হুপার বলেন, আইপিএল ক্যারিবিয়ান ক্রিকেটের ক্ষতি করছে। ওয়েস্ট ইন্ডিজের তরুণ ক্রিকেটারদের এখন লক্ষ্য হয়ে দাঁড়িয়েছে যে কোনো মূল্যে আইপিএলের কোনো ফ্র্যাঞ্চাইজিতে যোগ দেয়া। নারাইন, গেইল, পোলার্ডের মতো ক্রিকেটাররা টেস্ট ক্রিকেট থেকে নিজেদের সরিয়ে নিয়েছে। এভিন লুইসও বোর্ডের চুক্তিতে সই করেনি।’

বিরাট কোহলির নেতৃত্বাধীন ভারতীয় দলের বিপক্ষে টেস্ট সিরিজ খেলছে ওয়েস্ট ইন্ডিজ। দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম খেলায় রাজকোটে ইনিংস ও ২৭২ রানে পরাজিত উইন্ডিজ। দলের এমন করুণ পরিণতি নিজ চোখে দেখেছেন ধারাভাষ্য দিতে ভারত সফরে আসা হুপার।

ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটের উন্নয়নে সাবেক তারকা ক্রিকেটারদের এগিয়ে আসা উচিত। এমনটি জানিয়ে হুপার আরও বলেন, ‌ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটের স্বার্থে সাবেক ক্রিকেটারদের এগিয়ে আসা উচিত। বোর্ডের পলিটিক্সের কারণে কেউ এগিয়ে আসে না। ব্রায়ান লারা, অ্যামব্রোজরা জুনিয়র দলের সঙ্গে কাজ করতে পারেন। ভারতে যেমন রাহুল দ্রাবিড়ের মতো জুনিয়র দলকে নিয়ে কাজ করছেন। আমিও জুনিয়র লেভেলে কাজ করতে আগ্রহী। দেশে প্রতিভা আছে, সেগুলো ঘষেমেজে তৈরি করতে হবে। আমি নিজেও লারার সঙ্গে কাজ করতে আগ্রহী। বোর্ড যদি দায়িত্ব দেয়, দারুণ ব্যাপার হবে।’

একটা সময়ে ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটাররা বিশ্ব ক্রিকেটকে শাসন করেছেন। বোর্ড এবং ক্রিকেটারদের মধ্যকার অভ্যন্তরীণ দ্বন্দ্বের কারণে দীর্ঘদিন ধরেই অধঃপতন। এসব সমস্যা উতরে আবারও সেই গৌরবে ক্যারিবিয়দের ফেরা সম্ভব বলছেন হুপার, এই ব্যাপারটা আমাকে সত্যিই খুব ব্যথা দেয়, মানসিকভাবে কষ্ট দেয়। ক্যারিবিয়ান ক্রিকেট আবার স্বমহিমায় ফিরে এসেছে, বেঁচে থাকতে এটা দেখে যেতে চাই। তবে এর জন্য আমাদের প্রচুর পরিশ্রম করতে হবে। বোর্ডকে নীতি নির্ধারণ করতে হবে, যাতে ক্যারিবিয়ান ক্রিকেট আবার স্বমহিমায় ফিরতে পারে। ক্রিকেটারদেরও অবশ্যই দায়িত্ব নিতে হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সালমানের পর বিষ্ণোই গ্যাংয়ের টার্গেটে আরেক জনপ্রিয় সংগীতশিল্পী

আইপিএল ক্যারিবিয়ান ক্রিকেটকে ধ্বংস করছে

আপডেট সময় ০৮:২৪:৩৬ অপরাহ্ন, শনিবার, ৬ অক্টোবর ২০১৮

আকাশ স্পোর্টস ডেস্ক:

আইপিএলসহ বিভিন্ন দেশের টি-টোয়েন্টি ফ্রাঞ্চাইজি লিগে দাপিয়ে বেড়ান ক্যারিবিয়ান ক্রিকেটাররা। অথচ দেশের ক্রিকেটে তাদের নাজেহাল অবস্থা। এর পেছনে মূল কারণ আইপিএল। এমনটি বলছেন ওয়েস্ট ইন্ডিজের সাবেক অধিনায়ক কার্ল হুপার।

ভারতীয় সংবাদ মাধ্যমকে দেয়া এক সাক্ষাৎকারে হুপার বলেন, আইপিএল ক্যারিবিয়ান ক্রিকেটের ক্ষতি করছে। ওয়েস্ট ইন্ডিজের তরুণ ক্রিকেটারদের এখন লক্ষ্য হয়ে দাঁড়িয়েছে যে কোনো মূল্যে আইপিএলের কোনো ফ্র্যাঞ্চাইজিতে যোগ দেয়া। নারাইন, গেইল, পোলার্ডের মতো ক্রিকেটাররা টেস্ট ক্রিকেট থেকে নিজেদের সরিয়ে নিয়েছে। এভিন লুইসও বোর্ডের চুক্তিতে সই করেনি।’

বিরাট কোহলির নেতৃত্বাধীন ভারতীয় দলের বিপক্ষে টেস্ট সিরিজ খেলছে ওয়েস্ট ইন্ডিজ। দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম খেলায় রাজকোটে ইনিংস ও ২৭২ রানে পরাজিত উইন্ডিজ। দলের এমন করুণ পরিণতি নিজ চোখে দেখেছেন ধারাভাষ্য দিতে ভারত সফরে আসা হুপার।

ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটের উন্নয়নে সাবেক তারকা ক্রিকেটারদের এগিয়ে আসা উচিত। এমনটি জানিয়ে হুপার আরও বলেন, ‌ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটের স্বার্থে সাবেক ক্রিকেটারদের এগিয়ে আসা উচিত। বোর্ডের পলিটিক্সের কারণে কেউ এগিয়ে আসে না। ব্রায়ান লারা, অ্যামব্রোজরা জুনিয়র দলের সঙ্গে কাজ করতে পারেন। ভারতে যেমন রাহুল দ্রাবিড়ের মতো জুনিয়র দলকে নিয়ে কাজ করছেন। আমিও জুনিয়র লেভেলে কাজ করতে আগ্রহী। দেশে প্রতিভা আছে, সেগুলো ঘষেমেজে তৈরি করতে হবে। আমি নিজেও লারার সঙ্গে কাজ করতে আগ্রহী। বোর্ড যদি দায়িত্ব দেয়, দারুণ ব্যাপার হবে।’

একটা সময়ে ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটাররা বিশ্ব ক্রিকেটকে শাসন করেছেন। বোর্ড এবং ক্রিকেটারদের মধ্যকার অভ্যন্তরীণ দ্বন্দ্বের কারণে দীর্ঘদিন ধরেই অধঃপতন। এসব সমস্যা উতরে আবারও সেই গৌরবে ক্যারিবিয়দের ফেরা সম্ভব বলছেন হুপার, এই ব্যাপারটা আমাকে সত্যিই খুব ব্যথা দেয়, মানসিকভাবে কষ্ট দেয়। ক্যারিবিয়ান ক্রিকেট আবার স্বমহিমায় ফিরে এসেছে, বেঁচে থাকতে এটা দেখে যেতে চাই। তবে এর জন্য আমাদের প্রচুর পরিশ্রম করতে হবে। বোর্ডকে নীতি নির্ধারণ করতে হবে, যাতে ক্যারিবিয়ান ক্রিকেট আবার স্বমহিমায় ফিরতে পারে। ক্রিকেটারদেরও অবশ্যই দায়িত্ব নিতে হবে।