অাকাশ জাতীয় ডেস্ক:
দেশের বেভারেজ শিল্প ধ্বংস করার জন্য একটি চক্র কাজ করছে। এ শিল্প নিয়ে প্রপাগান্ডা চলছে। এটা মোটেই কাম্য নয়।
বাংলাদেশ বেভারেজ ম্যানুফ্যাকচারিং অ্যাসোসিয়েশন (বিবিএমএ) বিএসটিআই মান ব্যতীত কোনো কোমল পানীয় উৎপাদন ও বাজারজাত করে না।
বৃহস্পতিবার রাজধানীর একটি হোটেলে বিবিএমএ আয়োজিত সংবাদ সম্মেলনে সংগঠনের সভাপতি হারুন-অর রশীদ এসব কথা বলেন।
এ সময় বিবিএমএর সাধারণ সম্পাদক শেখ শামীম উদ্দীনসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলনে জানানো হয়, সম্প্রতি কোমল পানীয় অর্থাৎ কার্বনেটেড ড্রিংকস নিয়ে জনমনে কিছু ভুল ধারণা তৈরি হয়েছে।
অনেকেই ভুল করে কার্বনেটেড সফট ড্রিকসকে অন্য দৃষ্টিকোণ থেকে দেখছেন।
তাই সংগঠনের পক্ষ থেকে আশ্বস্ত করতে চাই, সংগঠনের সব সদস্য বিএসটিআইয়ের মান বিডিএস ১১২৩ অনুযায়ী কার্বনেটেড বেভারেজ প্রস্তুত করছে এবং তা সম্পূর্ণ নিরাপদ।
আকাশ নিউজ ডেস্ক 

























