আকাশ বিনোদন ডেস্ক:
বলিমহলে গুঞ্জন চলছে- মরণরোগ ক্যান্সারে আক্রান্ত বলিউডের বর্ষীয়ান অভিনেতা ঋষি কাপুর!
এ বিষয়ে ঋষি কাপুরের বড় ভাই অভিনেতা রণধীর কাপুরকে জিজ্ঞেস করা হলে তিনি খবরটি গুজব বলে উড়িয়ে দেন।
ঋষি কাপুর কোন রোগে আক্রান্ত সে প্রশ্নে রণধীর জানান, তিনি নিজেও জানেন না যে তার ভাইয়ের কি অসুখ হয়েছে।
আর সে কারণেই ঋষি কাপুর এখন চিকিৎসা নিতে যুক্তরাষ্ট্রে রয়েছেন বলে জানান তিনি।
উল্লেখ্য, সোমবার রাজ কাপুরের স্ত্রী কৃষ্ণা রাজ কাপুর অর্থাৎ ঋষি কাপুরের মা হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
কৃষ্ণা রাজ কাপুরের শেষকৃত্য অনুষ্ঠানে বলিউড মহলের প্রায় সবাই উপস্থিত থাকলেও সেখানে দেখা যায়নি ঋষি কাপুর, স্ত্রী নীতু সিং ও প্রিয় দৌহিত্র রণবীর কাপুরকে।
সে কারণেই গুঞ্জন ওঠে যে, ক্যান্সারের চিকিৎসার মধ্যবর্তীকালীন ঋষি কাপুর মায়ের শেষকৃত্যে হাজির হতে পারেননি। বাবার চিকিৎসার্থে যুক্তরাষ্ট্র হতে দাদিমার শেষকৃত্যে বান্ধবী আলিয়া ভাটের ভিডিওকলের মাধ্যমে যোগ দেন রণবীর কাপুর।
চিকিৎসা শেষে শিগগিরই মা-বাবাকে সঙ্গে নিয়ে দেশে ফিরবেন বলে জানান রণবীর কাপুর।
এ মুহূর্তে ‘শামসেরা’ ছবির শুটিংয়ের জন্য নিজেকে তৈরি করছেন রণবীর।
আকাশ নিউজ ডেস্ক 























