অাকাশ জাতীয় ডেস্ক:
তফসিল ঘোষণার পরই আচরণবিধি প্রতিপালন হচ্ছে কি না তা দেখা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার কবিতা খানম।
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ইসির সঙ্গে আলাপ করে আগামী নির্বাচনের তফসিলের বিষয়ে কথা বলেননি বলেও জানান তিনি।
সোমবার আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে কবিতা খানম এসব কথা বলেন।
ওবায়দুল কাদের ররিবার সাংবাদিকদের বলেন, ‘নির্বাচন কমিশন নভেম্বরের প্রথম সপ্তাহে শিডিউল ঘোষণা করবে, সময় আছে এক মাস।’
তফসিলের বিষয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদকের বক্তব্যের দৃষ্টি আকর্ষণ করা হলে এই নির্বাচন কমিশনার বলেন, ‘নির্বাচনের তারিখ ঘোষণার এখতিয়ার কিন্তু নির্বাচন কমিশনের। ইসি সাংবিধানিক বাধ্যবাধকতা বিষয় মাথায় রেখেই তফসিল ঘোষণার তারিখ নির্ধারণ করবে। এটা নির্বাচন কমিশনই ঘোষণা করবে।’
নভেম্বরের প্রথম সপ্তাহে তফসিল ঘোষণার বিষয়ে নির্বাচন কমিশনের সঙ্গে কোনো আলোচনা হয়নি বলে উল্লেখ করেন কবিতা খানম।
এক প্রশ্নের জবাবে কবিতা খানম জানান, এখনও তফসিল ঘোষণা হয়নি। তফসিল ঘোষণার পরেই কমিশন, আচরণবিধি লঙ্ঘন হচ্ছে কি না, সেই বিষয়টা দেখবে। তার আগে দেখবে না।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, আপাতত আমরা যতটুক দেখেছি তাতে আচরণবিধিতে বড় কোনো পরিবর্তনের প্রয়োজন আছে বলে মনে হয় না। তবে আমরা আরও দেখছি।
আকাশ নিউজ ডেস্ক 
























