আকাশ বিনোদন ডেস্ক:
বলিউড অভিনেতা সালমান খান অভিনয় ছাড়াও বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
বিভিন্ন সামাজিক কর্মকাণ্ড ছাড়াও তিনি মানবিক বিষয় নিয়ে কাজ করে থাকেন। নিজের প্রতিষ্ঠান এসকেএফ (সালমান খান ফিল্মস) থেকে প্রযোজনাও করছেন তিনি।
শিগগিরই তার প্রযোজনায় ‘লাভযাত্রী’ নামে একটি সিনেমা মুক্তি পেতে যাচ্ছে। ছবিটি পরিচালনা করেছেন অভিরাজকে মিনাওয়ালা। এছাড়াও আলি আব্বাস জাফর পরিচালিত ‘ভারত’ ছবিতে কাজ করেছেন তিনি।
ছবিতে সালমানের সঙ্গে জুটি বেঁধেছেন ক্যাটরিনা কাইফ। বলা যায় অভিনয়ের বাইরে নিজের প্রযোজনা প্রতিষ্ঠান নিয়েই ব্যস্ত সালমান। এরই মধ্যে ঘোষণা দিয়েছেন টেলিভিশন অনুষ্ঠানও নির্মাণ করবেন তিনি। তবে তার আগে একটি ওয়েব সিরিজ নির্মাণ করার প্রস্তুতি নিয়েছেন।
বর্তমানে কয়েকটি চিত্রনাট্য হাতে নিয়েছেন। যেগুলো লেখার কাজও শুরু করে দিয়েছেন। মূলত শিশুদের উপযোগী ওয়েব সিরিজ বানাবেন সালমান। তার লক্ষ্য পরিবারের সবাইকে একসঙ্গে বিনোদন দেয়া এবং সে রকম অনুষ্ঠান পরিবেশন করা।
সে জন্য ইতিমধ্যে কাজও শুরু করে দিয়েছেন। এ মুহূর্তে ভারত ছবির শুটিং নিয়ে ব্যস্ত রয়েছেন এ বলিউড অভিনেতা।
আকাশ নিউজ ডেস্ক 























