আকাশ বিনোদন ডেস্ক:
মালাইকা অরোরার সঙ্গে আরবাজ খানের বিচ্ছেদের পর ফের বিয়ে করছেন আরবাজ খান। জর্জিয়া নামে এক বিদেশি নারীর প্রেমে মজেছেন সালমান খানের ভাই আরবাজ খান।
ভারতীয় সংবাদমাধ্যমের খবরে জানা যায়, আগামী বছরই জর্জিয়ার সঙ্গে বিয়ে সেরে ফেলতে চান আরবাজ। তবে বড় আয়োজন করে নয়, ছোটপরিসরে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে চান তিনি। আরবাজ-জর্জিয়ার এমন সিদ্ধান্তে নাকি দুই পরিবারেরও সম্মতি রয়েছে।
সম্প্রতি সালমান-আরবাজের বোন অর্পিতা খান শর্মার বাড়িতে এক অনুষ্ঠানে মুখোমুখি হয়েছিলেন আরবাজ খানের সাবেক স্ত্রী মালাইকা অরোরা ও জর্জিয়া। সামনাসামনি দেখা হওয়ার পরও কেউ কারো সঙ্গে কথা বলেননি।
এদিকে জর্জিয়া খুব শিগগির বলিউডে অভিনয় করবেন বলেও খবর শোনা যায়। বেশ কয়েকটি প্রযোজক সংস্থা এ বিষয়ে জর্জিয়ার সঙ্গে কথাও বলেছে। পাশাপাশি আরবাজও জর্জিয়ার সিনেমায় অভিনয় নিয়ে বেশ উচ্ছ্বসিত। সব কিছু মিলিয়ে আরবাজ খান ও জর্জিয়ার সম্পর্ক নিয়ে ইতিমধ্যে বলিউডে আলোচনা তৈরি হয়েছে।
প্রায় দুই বছর ধরে তারা আলাদা বসবাস করছেন আরবাজ খান । এবার আরবাজ খানের নতুন প্রেমের খবর প্রকাশ্যে এসেছে। এ নিয়ে আলোচনায় মেতেছে বলিউডপাড়া।
আকাশ নিউজ ডেস্ক 























