আকাশ বিনোদন ডেস্ক:
আগামী ঈদে মুক্তি পাবে আলি আব্বাস জাফর পরিচালিত ‘ভারত’। এতে প্রধান চরিত্র হিসেবে আছেন বলিউড খ্যাত ভাইজান। আমেরিকান সংগীতশিল্পী নিক জোনাসের সঙ্গে বাগদানের ‘অজুহাত’ দিয়ে ‘ভারত’ থেকে প্রিয়াঙ্কা চোপড়া নাম প্রত্যাহার করা হয়। কিছুদিন পর সালমান জানান, প্রিয়াঙ্কার পরিবর্তে যুক্ত হচ্ছেন ক্যাটরিনা কাইফ।
আর এ ছবিরই স্যুটিং করতে মধ্যপ্রাচ্যের দেশ আবুধাবিতে যাবেন সালমান-ক্যাটরিনা।
‘ভারত’ ছবির সেটে ক্যাটের যোগদানের পরই ছবিটি নিয়ে আলোচনা তুঙ্গে ওঠে। কারণ ভক্তরা সালমান-ক্যাটরিনা জুটিকে খুব পছন্দ করেন। এক সময় ক্যাটরিনার সঙ্গে চুটিয়ে প্রেম করেছেন সালমান। যদিও তাদের বিচ্ছেদ হয়েছে, তবে সুসম্পর্ক আজো আছে।
‘ভারত’ সম্পর্কে সালমান খান বলেছিলেন, এ ছবিতে কাজ করার জন্য তার বোন অর্পিতা খান শর্মাকে প্রিয়াঙ্কা চোপড়া হাজার বার কল দিয়েছিলেন।
শুধু অর্পিতাই নন, পরিচালক আলি আব্বাস জাফরকেও অনুরোধ করেছিলেন প্রিয়াঙ্কা। সালমান আরো বলেছিলেন, হয়তো প্রিয়াঙ্কা তার সঙ্গে কাজ করতে চান না অথবা বলিউডেই কাজ করতে চান না।
কিছুদিন আগে ইউরোপের দেশ মালটায় শেষ হয় ‘ভারত’ ছবির দ্বিতীয় শিডিউলের শুটিং। সালমান ও ক্যাটরিনা শুটিং সেট থেকে ছবি ও ভিডিও শেয়ার করেন সামাজিক যোগাযোগমাধ্যমে। সেসব ছবি ও ভিডিও অনলাইনে ভাইরাল হয়েছিল।
এবার পরবর্তী শিডিউলের শুটিং শুরু হতে যাচ্ছে। ছবিটির শুটিং হবে মধ্যপ্রাচ্যের দেশ আবুধাবিতে। পরিচালক আলি আব্বাস জাফর টুইটারে জানিয়েছেন, ভারত টিমের পরবর্তী ঘর হতে যাচ্ছে আবুধাবি। সঙ্গে তিনি কয়েকটি সুন্দর ছবিও শেয়ার করেছেন।
ক্যাপশনে লেখেন: আবুধাবি যাওয়ার সব প্রস্তুত, ‘ভারত’ টিমের পরবর্তী গন্তব্য…
‘ভারত’ নিয়ে ষষ্ঠবারের মতো পর্দার জুটি হলেন সালমান ও ক্যাটরিনা। এর আগে তারা ‘পেয়ার কিঁয়ু কিয়া’, ‘পার্টনার’, ‘যুবরাজ’, ‘এক থা টাইগার’ ও ‘টাইগার জিন্দা হ্যায়’ ছবিতে জুটি বেঁধেছিলেন।
বলা হচ্ছে, কোরিয়ান ‘অডে টু মাই ফাদার’ ছবির রিমেক হচ্ছে ‘ভারত’। ছবিটিতে সালমান ও ক্যাটরিনাকে পাঁচটি ভিন্ন চেহারায় দেখা যাবে। ছবিতে তাদের ১৮ থেকে ৬০ বছর বয়সের যাত্রাকাল উপস্থাপন করা হবে।
আকাশ নিউজ ডেস্ক 























