অাকাশ স্পোর্টস ডেস্ক:
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্টের জন্য ১৪ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আজ শনিবার দুপুরে ঘোষিত এই দলে প্রত্যাবর্তন ঘটেছে বহুল আলোচিত অল-রাউন্ডার নাসির হোসেনের। ফিরেছেন পেসার শফিউল ইসলাম। আর সকল গুঞ্জনকে সত্যি করে বাদ পড়েছেন মাহমুদ উল্লাহ রিয়াদ এবং মুমিনুল হক।
গত মার্চে শ্রীলঙ্কায় শততম টেস্টেও বাদ পড়েছিলেন মাহমুদউল্লাহ ও মুমিনুল। তবে দুজনই থাকতে পারেন অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রস্তুতি ম্যাচের বিসিবি একাদশে। চট্টগ্রামে প্রস্তুতি ম্যাচে ৫ উইকেট পাওয়া পেসার শফিউল জায়গা পেয়েছেন চূড়ান্ত স্কোয়াডে। গত নিউজিল্যান্ড সফরের ঠিক আগে চোটে পড়ে দল থেকে ছিটকে গিয়েছিলেন ২৭ বছর বয়সী এই পেসার।
১৪ সদস্যের বাংলাদেশ দল: মুশফিকুর রহিম (অধিনায়ক), তামিম ইকবাল, ইমরুল কায়েস, সাকিব আল হাসান, সৌম্য সরকার, তাইজুল ইসলাম, মেহেদী হাসান মিরাজ, সাব্বির রহমান, নাসির হোসেন, মোসাদ্দেক হোসেন, লিটন দাস, শফিউল ইসলাম, মোস্তাফিজুর রহমান ও তাসকিন আহমেদ।
আকাশ নিউজ ডেস্ক 




















