অাকাশ জাতীয় ডেস্ক:
মানবাধিকারকর্মী ও সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা সুলতানা কামাল বলেছেন, ‘নির্বাচনে সংঘাত নিয়ে এখনো মানুষের মধ্যে শঙ্কা রয়ে গেছে। এই শঙ্কা দূর করার সবচেয়ে বেশি দায়িত্ব রাজনৈতিক দলগুলোর। কারণ তারা জনগণকে নিয়ে কাজ করে, জনগণের আস্থা নিয়ে কাজ করে।,
সুষ্ঠু নির্বাচনের জন্য সরকার, দল ও নির্বাচন কমিশনের যেমন দায়িত্ব রয়েছে, তেমনি জনগণকেও উঠে দাড়াতে হবে, তাদের সচেতন হতে হবে বলে মন্তব্য করেন তিনি।
সোমবার সকালে বরিশাল নগরীর বিডিএস মিলনায়তনে ‘স্ট্যান্ড আপ ফর হিউম্যান রাইটস শীর্ষক চলচ্চিত্র প্রদর্শনী অনুষ্ঠানের শুরুতে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
এ অনুষ্ঠানের আয়োজন করে জাতিসংঘের সুইজারল্যান্ড অ্যাম্বাসি, স্টেপ টুয়ার্ডস ডেভেলপমেন্ট এবং বিএনডিএন।
আকাশ নিউজ ডেস্ক 























