আকাশ স্পোর্টস ডেস্ক:
শিয়া কাপের ১৪তম আসরে অনেকটাই আত্মবিশ্বাসী বাংলাদেশ অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। এবারের আসরের উদ্বোধনী ম্যাচেই দুবাইয়ের আন্তর্জাতিক স্টেডিয়ামে বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৫টায় শ্রীলঙ্কার বিপক্ষে মুখোমুখি হতে যাচ্ছে বাংলাদেশ। এশিয়া কাপের ইতিহাস বলে, ভারতের পরই পাঁচবার চ্যাম্পিয়ন হয়েছে শ্রীলঙ্কা। তবে গত তিনটি আসরের দুটিতে রানার্সআপ হয়ে টাইগাররাও ফেভারিট তালিকায় আছে।
এশিয়া কাপের গ্রুপ ‘বি’তে থাকা তিনটি দলের মধ্যে বাংলাদেশের র্যাংকিং সবার ওপরে সাত নম্বরে। গ্রুপের বাকি দু’দল শ্রীলঙ্কা আছে আট নম্বরে আর আফগানিস্তান আছে দশে। তাছাড়া সর্বশেষ নিদাহাস ট্রফিতেও লংকার মাটিতে গিয়ে তাদের হারিয়েছে টাইগাররা। যদিও সেটা ছিল টি২০ ফরম্যাটের। তবে প্রতিপক্ষের বিপক্ষে সর্বশেষ জয়ের স্মৃতি নিশ্চয় তাতাবে সাকিবদের।
এ পর্যন্ত ওয়ানডেতে দু’দলের ৪৪ বারের দেখায় মাত্র ছয়বার জিতেছে বাংলাদেশ। এশিয়া কাপে দু’দলের ১২ ম্যাচেও টাইগারদের জয় মাত্র একটিতে। তাছাড়া এশিয়ার এই সর্ববৃহৎ আসরে এ পর্যন্ত বাংলাদেশ যে ৩৭টি ওয়ানডে খেলেছে, তাতে জয় এসেছে মাত্র চারটিতে।
আকাশ নিউজ ডেস্ক 

























