অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:
গত বছরের ১৬ জুন যুক্তরাজ্যের লেবার পার্টির জনপ্রিয় এমপি জো কক্সের ওপর হামলা চালায় ৫২ বছর বয়সী উগ্রপন্থী শ্বেতাঙ্গ টমি মেয়ার। নাৎসি আদর্শে অনুপ্রাণিত ঐ হামলাকারীর কবল থেকে এক বছর আগে একজন ব্রিটিশ এমপিকে রক্ষার চেষ্টা চালানো বার্নার্ড কার্টার- কেনি সোমবার সকালে মারা গেছেন। সাহসিকতার জন্য তাকে পুরস্কার প্রদান করা হয়।
টমি প্রথমে ছুরি দিয়ে ওই নারী এমপিকে আঘাত করে মাটিতে ফেলে দেয়। এরপর ‘ব্রিটেন ফার্স্ট’ বলে চিৎকার করে তার মাথায় গুলি করে। এ সময় কেনি এমপি কক্সকে রক্ষায় এগিয়ে এলে শ্বেতাঙ্গ উগ্রপন্থী তার পেটেও ছুরি ঢুকিয়ে দেয়। এতে তিনি গুরুতর আহত হন। এ তথ্য জানিয়েছে এএফপি।
কেনির ছেলে সোমবার সকালে তার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। তার বয়স হয়েছিল ৭৯ বছর। তিনি ছিলেন একজন পেনশন ভোগী। বীরোচিত ভূমিকার জন্য চলতি বছরের জুন মাসে ব্রিটেনের রানী দ্বিতীয় এলিজাবেথ কেনিকে জর্জ মেডেল প্রদান করেন। কক্সকে হত্যা ও কেনিকে আহত করার অপরাধে টমি বর্তমানে ‘যাবজ্জীবন কারাদন্ডের সাজা ভোগ করছে।
আকাশ নিউজ ডেস্ক 

























